সারাদেশে হিজড়াদের চাঁদাবাজি দমনে পদক্ষেপ নিচ্ছে সরকার

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ঢাকা শহরের বিভিন্ন স্থানে ও বাসের ভেতরে হিজড়াদের চাঁদাবাজি দমনে সরকারের দৃষ্টি রয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকার গুরুমাতাদের সমন্বয়ে সমস্যা নিরূপণে আলোচনা করা হয়েছে। এছাড়া এসব সামাজিক আচার বা গণউপদ্রব দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অবহিত করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জাসদ দলীয় সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাতীয় সংসদে মো. ইসরাফিল আলমের (নওগাঁ-৬) অপর এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে বেদে, হিজড়া ও হরিজন সম্প্রদায়ের পরিসংখ্যানগত কোনো জরিপ হয়নি। তবে সমাজসেবা অধিদফতরের জেলা পর্যায়ের তথ্য অনুযায়ী ৭৫ হাজার ৭০২ জন বেদে, ১০ হাজার ১৩৯ জন হিজড়া এবং ২ লাখ ৬৪ হাজার ৬১৬ জন হরিজন।
জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজের কল্যাণে কাজ করে। এ ক্ষেত্রে কোনো কোনো প্রতিষ্ঠান সঠিক দায়িত্ব পালন করছে না।
তিনি আরও বলেন, দুর্নীতি-অনিয়মের সঙ্গে জড়িত কিংবা নির্যাতনের অভিযোগ উঠেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। খুব অল্প দিনের মধ্যে এসব বন্ধ হবে। যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন