সারা দেশে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু
জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। সারা দেশে আজ সকাল ১০টায় এ পরীক্ষা একযোগে শুরু হয়। এবার এ পরীক্ষায় সারা দেশে অংশ নিচ্ছে ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী। অন্যান্য বছরের মতো এবারও মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি। ছাত্রের সংখ্যা ১০ লাখ ৮২ হাজার ৬৭০ জন ও ছাত্রী ১২ লাখ ৪৩ হাজার ২৬৩ জন। প্রথমদিন জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা নেয়া হচ্ছে।
এবার জেএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৪৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেও শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। তাদের সংখ্যা শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরও জানাতে পারেনি। তবে বেসরকারি এক হিসাবে দেখা গেছে, সরকারি প্রাধমিক বিদ্যালয় থেকে প্রায় ১৫ হাজার পরীক্ষার্থী রয়েছে।
এবার মোট পরীক্ষার্থীর মধ্যে জেএসসিতে অংশ নেবে ১৯ লাখ ৬৭ হাজার ৪৪৭ জন এবং জেডিসিতে ৩ লাখ ৫৮ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ২ লাখ ৩৫ হাজার ২৪১ জন। এসব পরীক্ষার্থী বিদেশের ৮টিসহ ২ হাজার ৬২৭টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা দেবে। শিক্ষামন্ত্রী আজ পরীক্ষার পরিবেশ দেখতে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা আলিয়া মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করবেন। শিক্ষাসচিব নজরুল ইসলাম খানসহ মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের কর্মকর্তারাও তার সঙ্গে থাকবেন।
প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের দুরবস্থা : জাতীয় শিক্ষানীতি অনুযায়ী অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক স্তরে উন্নীত করার প্রক্রিয়ার অংশ হিসেবে সরকার ৪৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পর্যায়ক্রমে অষ্টম শ্রেণী পর্যন্ত উন্নীত করে। দেশের বিভিন্ন স্থান থেকে অভিযোগ পাওয়া গেছে, সৃজনশীল পদ্ধতি চালুর পর যোগ্য শিক্ষক, শিক্ষা উপকরণ ও অবকাঠামো উন্নয়ন ছাড়াই এ পদক্ষেপ নেয়া হয়। সরকারি এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেএসসিতে পরীক্ষা দিলেও তাদের প্রতি তেমন যতœ নেয়া হয়নি। এসব শিক্ষার্থীকে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিতে হচ্ছে। কিন্তু যেসব শিক্ষক তাদের পড়িয়েছেন, তাদের কেউই এ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন না। ফলে তাদের ক্লাস ও লেখাপড়া হয়েছে কোনোমতে। এ কারণে ভালো ফলাফল করা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে শংকা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূস: নির্বিঘ্নে সব জায়গায় পূজা অনুষ্ঠিত হচ্ছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এবার দুর্গাপূজারবিস্তারিত পড়ুন
সোমবারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে বাস করেনবিস্তারিত পড়ুন
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬৪ কোটি ডলার
এ মাসের প্রথম ১৪ দিনে এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখবিস্তারিত পড়ুন