‘সার্জিক্যাল স্ট্রাইকে লস্কর-ই-তৈয়বার ২০ জঙ্গি নিহত’
কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখে অতিক্রম করে পাকিস্তানের অভ্যন্তরে চালানো ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইকে’ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা। সংগঠনটির কমপক্ষে ২০ জন সদস্য নিহত হয়েছে। পাক সেনা এবং জঙ্গিদের বিভিন্ন রেডিও বার্তায় আড়ি পেতে এই তথ্য দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।
খবরে বলা হয়, জঙ্গি সংগঠনটির ক্ষতি যে সবচেয়ে বেশি হয়েছে তা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে আসা স্পেশাল ফোর্সও জানত। তবে আরও অকাট্য তথ্যপ্রমাণ সংগ্রহ করার অপেক্ষায় ছিল ভারতীয় সেনারা। তাই সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে পাক সেনা এবং জঙ্গিদের বিভিন্ন রেডিও বার্তায় আড়ি পাতা শুরু হয়েছিল। সেসব রেডিও বার্তা রেকর্ডও করে রাখা হয়েছে। লস্কর-ই-তৈয়বার বিপুল ক্ষয়ক্ষতি সম্পর্কে আর একটি অকাট্য প্রমাণ হয়ে উঠেছে ওই রেডিও বার্তার রেকর্ডিং।
সূত্র জানায়, উত্তর কাশ্মিরের কুপওয়ারা সেক্টরের উল্টো দিকে অর্থাৎ নিয়ন্ত্রণ রেখার ওপারে যে এলাকা, তার নাম দুদনিয়াল। এই দুদনিয়াল সেক্টরের খুব কাছেই কেল সেক্টর। এই দুই সেক্টরে ভারতীয় বিশেষ বাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকে অন্তত ১০ জন লস্কর জঙ্গি মারা পড়ে। ঠিক একই রকম আঘাত হয়েছে পুঞ্চ সেক্টরের উল্টো দিকেও। ওই অঞ্চলে নিয়ন্ত্রণ রেখার ওপারে অবস্থিত এলাকাটির নাম হল বালনোই। সেই বালনোই লঞ্চ প্যাডে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে অন্তত ৯ জন লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে।
ভারতীয় বাহিনী সার্জিক্যাল স্ট্রাইক করে ফিরে আসার পরেই পাক সেনা গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের দেহ সরানোর কাজ শুরু করে দেয়। সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ লোপাট করতেই পাক সেনার ওই তৎপরতা বলে ভারতীয় গোয়েন্দারা জানিয়েছেন। বিভিন্ন সেক্টর থেকে নিহত জঙ্গিদের দেহ তুলে নিয়ে গিয়ে নীলম উপত্যকায় তাদের গণকবর দেয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন