সালমানের বাড়ির টয়লেটে কেন অচেনা যুবক?

ভোররাতে খুব সন্তর্পণে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের পাঁচিল টপকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ঢুকে পড়েন ভেতরে। ওই অ্যাপার্টমেন্টেই থাকেন বলিউডের সল্লুভাই। নিরাপত্তারক্ষীরা টেরও পাননি। কিন্তু দু’এক জন পথচলতি মানুষের চোখে কোনও ভাবে পড়ে যায় এই পাঁচিল টপকানোর ঘটনা। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষীদের।
এর পরেই খোঁজাখুঁজি শুরু হয়। পাঁচিল টপকানো ওই যুবকের হদিশ পেতে তন্ন তন্ন করে তল্লাশি চালান সলমনের বাড়ির নিরাপত্তারক্ষীরা। খবর দেওয়া হয় পুলিশে। ঘণ্টাখানেক পর অ্যাপার্টমেন্টেরই একটি টয়লেট থেকে এক ব্যক্তিকে টেনে বের করেন নিরাপত্তারক্ষীরা। তাঁকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
কিন্তু কে এই ব্যক্তি? কেন তিনি এ ভাবে অ্যাপার্টমেন্টের উঁচু পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢুকে, লুকিয়ে রইলেন টয়লেটে?
ধৃত ওই ব্যক্তির নাম মহম্মদ সিরাজউদ্দিন। তিনি পশ্চিম বান্দ্রার বাসিন্দা। পুলিশের জেরায় সিরাজউদ্দিন জানান, হঠাত্ করেই পেটে প্রাকৃতিক চাপ ইনুভব করেন তিনি। আর তাই শুধুমাত্র নিজেকে হালকা করতেই ওই বাড়িতে ঢুকেছিলেন তিনি। কিন্তু তাঁর পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, প্রায়ই সালমানের বাড়ির সামনে যেতেন সিরাজউদ্দিন। সল্লুভাইকে দেখার জন্য সেখানে বহু ক্ষণ অপেক্ষাও করতেন তিনি।
সব শুনে পুলিশের অনুমান, প্রিয় অভিনেতাকে সামনে থেকে দেখার জন্যই এই ঝুঁকি নিয়েছিলেন ওই সালমান-ভক্ত। এরই মধ্যে নিরাপত্তারক্ষীরা খোঁজাখুঁজি শুরু করলে নিরুপায় হয়েই অ্যাপার্টমেন্টের একটি টয়লেটে লুকিয়ে পড়েন সিরাজউদ্দিন। ঘটনায় কোনও মামলা দায়ের না হলেও বিষয়টি থানার খাতায় নথিভুক্ত করে রেখেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন