বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সালমানের সঙ্গে দ্বন্দ্ব চান না শাহরুখ!

এ বছর ঈদের সময় বলিউডে হতে যাচ্ছে এক কঠিন সংঘর্ষ। তা-ও আবার দুই মহাতারকা শাহরুখ খান ও সালমান খানের মধ্যে। দুজনেরই ছবি যে একই সঙ্গে মুক্তি পাওয়ার ঘোষণা হয়েছে। এতে দর্শকই নন, তাঁরাও একরকম ধাঁধায় পড়ে গেছেন। ঠান্ডা মাথার মানুষ শাহরুখ অবশেষে বলেই বসেছেন, এমন বিবাদ চান না তিনি।

গত বছরের অভিজ্ঞতা থেকেই (‘বাজিরাও মাস্তানি’ বনাম ‘দিলওয়ালে’) বুঝে নিয়েছেন কি না কে জানে, শাহরুখের কথা—মুক্তির সময়কাল একটু ঘুরিয়ে দেওয়াটাই উচিত হবে। এতে দুটো ছবিরই ব্যবসায় সুবিধা হবে বলে মনে করেন তিনি।

ঈদের সময় মুক্তি পাওয়ার কথা রয়েছে সালমান খানের ‘সুলতান’ এবং শাহরুখ খানের ‘রইস’ ছবি দুটির। এ বিষয়ে শাহরুখ বলেন, ‘আমি মনে করি, সময়টা একটু বদলে দেওয়াই হবে যৌক্তিক। আমরা চেষ্টা করব, ভেবেচিন্তে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার, যাতে একটা ছবির কারণে আরেকটা ছবির ব্যবসায় কোনো ক্ষতি না হয়।’

পিটিআইকে শাহরুখ জানান, বিষয়টি নিয়ে বেশ অস্বস্তিতেই ভুগছেন তিনি। ‘ব্যাপারটা আসলে বিব্রতকর। আমার মোটেও মনে হয় না, এই বিষয়টা (বক্স-অফিসে সংঘর্ষ) ঘটলে আমাদের ভালো লাগবে।’

শাহরুখ জানিয়েছেন, এ বিষয়ে তিনি ‘সুলতান’-এর প্রযোজক ও তাঁর বন্ধু আদিত্য চোপড়া এবং সালমান খানের সঙ্গে আলাপ করে সমাধানের চেষ্টা করবেন।

‘আদি (আদিত্য চোপড়া) আমার পরিবারেরই মানুষ, ফারহানও (ফারহান আখতার, ‘রইস’-এর প্রযোজক) তাই। আমি আদি আর সালমানের সঙ্গে কথা বলব এ নিয়ে। ফারহানের সঙ্গে আমার কথা হয়ে গেছে। আমাদের যদি পরিবর্তন করতে হয়, দুজনের একজনকে তো এগিয়ে আসতেই হবে’, বলেন শাহরুখ।

শুধু তা-ই নয়, প্রয়োজনে ঈদের সময় সালমানকেই এগিয়ে রাখতে চান শাহরুখ, ‘যদি ওরা এভাবেই চিন্তা করে যে ওদের সময়টা ঠিক রাখতেই হবে আর ঈদের ব্যাপারটায় সালমানই সেরা, তাহলে তাই হবে।’ এখানে বলে রাখা যায়, সালমান সব সময় ঈদের সময়টায় নিজের ছবি মুক্তি দেন; সাফল্যও পান বটে!

এ প্রসঙ্গে নিজেদের মধ্যে কোনো মানসিক দ্বন্দ্ব নেই বলে উল্লেখ করেন শাহরুখ। সে সঙ্গে জানিয়ে রাখতে ভোলেননি, তাঁরা নিজেরাও ‘রইস’ ঈদে মুক্তি দিতেই আগ্রহী এবং সেভাবে প্রস্তুতিও নিয়ে রেখেছেন। তবে ব্যবসাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এ প্রসঙ্গেই তিনি উল্লেখ করেন ‘দিলওয়ালে’ ও ‘বাজিরাও মাস্তানি’র কথা, ‘দুটো ছবিই ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনটা কেউই চায় না।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে

চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম

২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির

দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন

  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত
  • এবার পরিবারের পছন্দে বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব খান
  • বুবলী আগে থেকেই বিবাহিত, সেখানে একটি মেয়েও আছে: সুরুজ বাঙালি
  • এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা
  • অভিনেতা ওয়ালিউল হক রুমি মারা গেছেন
  • এক রোমাঞ্চকর অসমাপ্ত ভ্রমণ গল্প