সালাহ উদ্দিনের জামিন শর্তসাপেক্ষে শিলংয়ে

অবশেষে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। ভারতের শিলংয়ের একটি আদালত থেকে জামিন পেয়েছেন তিনি। এদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার শিলং প্রতিনিধি মানস দাস জানান, শিলংয়ের অতিরিক্ত জেলা বিচারিক আদালত তাকে এ জামিন প্রদান করেছেন।
শর্ত অনুযায়ী সালাহ উদ্দিনকে প্রতি সপ্তাহে ১ বার শিলং জেলা পুলিশ সুপারের কাছে হাজিরা দিতে হবে। এছাড়া বিএনপি নেতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি নেতাকে শর্তসাপেক্ষে জামিন দেয়া হয়েছে এবং তারা এখন শিলংয়েই অবস্থান করবেন।
এদিকে বিস্তারিত কিছু না জানালেও সালাহ উদ্দিন আহমেদকে শর্তসাপেক্ষে জামিন প্রদানের কথা স্বীকার করেছেন কোর্ট ইন্সপেক্টর কে ডি প্রসাদ। সালাউদ্দিন আহমেদের আইনজীবী এস পি মাহান্তর সাথে যোগাযোগ করা হলে তিনিও জামিন প্রদানের কথা স্বীকার করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন