সালাহ উদ্দিনের জামিন শর্তসাপেক্ষে শিলংয়ে

অবশেষে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। ভারতের শিলংয়ের একটি আদালত থেকে জামিন পেয়েছেন তিনি। এদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার শিলং প্রতিনিধি মানস দাস জানান, শিলংয়ের অতিরিক্ত জেলা বিচারিক আদালত তাকে এ জামিন প্রদান করেছেন।
শর্ত অনুযায়ী সালাহ উদ্দিনকে প্রতি সপ্তাহে ১ বার শিলং জেলা পুলিশ সুপারের কাছে হাজিরা দিতে হবে। এছাড়া বিএনপি নেতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি নেতাকে শর্তসাপেক্ষে জামিন দেয়া হয়েছে এবং তারা এখন শিলংয়েই অবস্থান করবেন।
এদিকে বিস্তারিত কিছু না জানালেও সালাহ উদ্দিন আহমেদকে শর্তসাপেক্ষে জামিন প্রদানের কথা স্বীকার করেছেন কোর্ট ইন্সপেক্টর কে ডি প্রসাদ। সালাউদ্দিন আহমেদের আইনজীবী এস পি মাহান্তর সাথে যোগাযোগ করা হলে তিনিও জামিন প্রদানের কথা স্বীকার করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন