সাসেক্সের হয়ে খেলতে যাচ্ছেন মুস্তাফিজ?

তাঁর পুনর্বাসন প্রক্রিয়ার আর ৪-৫ সেশন বাকি। এর মধ্যেই পুরোপুরি ফিট হয়ে যাবেন মুস্তাফিজুর রহমান। তাই এখন আলোচনা শুরু হয়ে গেছে তাহলে কি ইংল্যান্ডের চলমান ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে সাসেক্সের হয়ে মাঠে নামতে যাচ্ছেন এই বাঁ-হাতি পেসার?
নতুন খবর হলো মুস্তাফিজের ইংল্যান্ডে যাওয়ার ভিসা প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গেছে। ১৫ জুলাই সাসেক্সের প্রথম ম্যাচ। তার আগেই ইংল্যান্ডে পৌঁছে যেতে পারেন বলে বিসিবির বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে এবং অ্যাঙ্কেলের চোট নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ফিরেছিলেন তিনি। এরপর কিছুদিন বিশ্রাম নিয়ে বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয় ৯ জুন। মাঝখানে দুই সপ্তাহ পর গত বৃহস্পতিবার প্রথম নেটে বোলিং করলেন তিনি।
এর আগে শুধু জিম-রানিং করেই সময় কেটেছিল মুস্তাফিজের। দীর্ঘদিন পর প্রথম বোলিং করলেন তিনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নেটে ছয় ওভার বল করেছেন। অবশ্য এখনো পুরোপুরি সেরে উঠেননি তিনি, কিছুটা থেমে থেমে বল করছেন তিনি।
এখনো পুরোপুরি সেরে না উঠলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে কাটার মাস্টারের। এই প্রসঙ্গে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম বলেন, ‘মুস্তাফিজের উন্নতিটা ধীরে ধীরে হচ্ছে। গত দুই সপ্তাহে প্রায় ষাট ভাগ উন্নতি হয়েছে তাঁর। পুরোপুরি সেরে উঠতে চার-পাঁচ সেশন লেগে যেতে পারে।’
ট্রেনার মারিও ভিল্লাভারায়ান ও ফিজিও বায়েজিদুল ইসলামের তত্ত্বাবধানে মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। এখনো তাঁদেরই পর্যবেক্ষণে থাকবেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন