সিএনএন কি সত্যিই পর্ন দেখিয়েছিল?
জনপ্রিয় টিভি চ্যানেল সিএনএন কি সত্যিই পর্ন দেখিয়েছিল? চ্যানেলটির জবাব- ‘না’। তাহলে কীভাবে সেই খবর ভাইরাল হলো? এই প্রশ্নই এখন ঘুরছে নানা জায়াগায়।
জানা গেছে, ‘সিএনএন- এ পর্ন দেখা গেছে’ শিরোনামে খবরটি একটি ট্যুইটার অ্যাকাউন্ট থেকে প্রথম ছড়ানো হয়। ওই অ্যাকাউন্ট থেকে টুইট করা হয় যে, সিএনএন এ বেশ কিছুক্ষণ পর্ন দেখা গেছে। আর এ জন্য একটি স্ক্রিনশটও তিনি প্রকাশ করেন। আরো কয়েকটি টুইটার অ্যাকাউন্ট থেকেও একই দাবি করা হয়।
সে স্ক্রিনশটটিকে ভিত্তি ধরে দ্য ইনডিপেনডেন্ট প্রথমে একটি সংবাদ প্রকাশ করে। এরপর ডেইলি মেইল ও ভ্যারাইটিও একই সংবাদ প্রকাশ করে। যদিও তারা এ সংবাদের বিষয়ে সিএনএন এর কোনো বক্তব্য নেয়নি। সংবাদটি দ্রুত ভাইরাল হয়ে ওঠে এবং বিভিন্ন অখ্যাত প্রতিষ্ঠান বিনা যাচাইয়ে তা কপি করে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে। ফলে সিএনএন- এ পর্ন প্রচারিত না হলেও ভুয়া সংবাদটির বদৌলতে তাই যেন সত্য হয়ে দাঁড়ায়।
এরপর সিএনএন কর্তৃপক্ষের দৃষ্টি পড়ে এ নিউজে। সিএনএন প্রথমেই এ নিউজের প্রতিবাদ করেনি। তারা এ প্রসঙ্গে জানায়, বিষয়টি তাদের জানা নেই। আর এ বিষয়ে কোনো তথ্য থাকলে তারা ব্যবহারকারীদের জানানোর অনুরোধ করে। এতে সংবাদটি বিষয়ে সিএনএন এর বক্তব্য স্পষ্ট হয়নি। ফলে অনেকেই সিএনএন এ পর্ন প্রচারিত হয়েছে বলে ধরে নেয়।
পরবর্তীতে যখন এ সংবাদের ভিত্তি টু্ইটটির স্ক্রিনশট ও সংবাদ মিথ্যা প্রমাণিত হয় তখন বড় সংবাদমাধ্যমগুলো তাদের সেই নিউজটি বন্ধ করে দেয় কিংবা তা পরিবর্তিত করে ‘সিএনএন এ পর্ন প্রচারিত হয়নি’ ধরনের শিরোনাম করে।
তবে ছোট সংবাদমাধ্যমগুলো সে নিউজটি প্রকাশ অব্যাহত রাখে। এরপর চলতে থাকে কপি-পেস্ট। আর এতে ক্রমে ছড়িয়ে পড়ে সেই ভুয়া সংবাদটি যা এখনো অব্যাহত রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন