সিগারেটের টানে হাসপাতালের ৩ তলা থেকে লাফিয়ে উধাও

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী তিন তলা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেছেন। মো. আনোয়ার হোসেন (৩০) নামের এই রোগী বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছিলেন। আজ মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। তবে অনেক খোঁজা খুঁজির পরও তার সন্ধান মেলেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকাল চারটার দিকে বার্ন ইউনিটের তৃতীয় তলা থেকে হঠাৎ লাফ দেন আনোয়ার। পরে আনসার কমান্ডার আবদুল কাদের ট্রলি নিয়ে তাকে উদ্ধার করতে সেখানে ছুটে গিয়ে দেখেন আনোয়ার উঠে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই সে দৃষ্টির আড়ালে চলে যান।
পরে হাসপাতালের রেকর্ড থেকে জানা গেছে, গত ১৭ অক্টোবর রাতে শরীরে ২০ শতাংশ পোড়া নিয়ে আনোয়ার হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চতুর্থ তলার ব্লু ইউনিটে ভর্তি হন। আনোয়ার ধূমপায়ী হলেও ভর্তির পর তাকে সিগারেট খেতে দেয়া হয়নি।
নানা অজুহাতে আনোয়ার বাইরে যাওয়ার চেষ্টা করলেও তাকে যেতে দেয়া হয়নি। এতে সে অস্থির হয়ে ওঠে। আনসার সদস্যরা তাকে কড়া পাহারায় রাখলেও আজ বিকালে কোনো এক ফাঁকে বিছানা ছেড়ে বাইরে বের হন আনোয়ার। হাসপাতালের রেকর্ড বইয়ে তার কোনো ঠিকানা লেখা নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল বলেন, একজন রোগী পালিয়ে গেছেন বলে আমি শুনেছি। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু এখনো জানতে পারি নি।
জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আনোয়ারকে পালিয়ে যেতে দেখেছেন অনেকেই। কিন্তু কোথায় গেছে তা কেউ সঠিকভাবে বলতে পারেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন