সিদ্ধার্থের সঙ্গে প্রেমের গুজবে যা বললেন ক্যাটরিনা

সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নাকি চুটিয়ে প্রেম ক্যাটরিনা কাইফ। বেশ কিছুদিন ধরে এমন একটা খবর শোনা যাচ্ছিল বলিউডে। কিন্তু ক্যাটরিনা সেই কথা গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
ক্যাট বলেন, সিদ্ধার্থের সঙ্গে তিনি প্রেম করছেন না মোটেই। যা রটেছে তা গুজব ছাড়া আর কিছুই না।
‘বার বার দেখো’ ছবির শুটিং করছেন এই দুই তারকা। আর এই ছবিতে কাজ করতে গিয়ে সিদ্ধার্থের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন ক্যাট, এমন খবরই ভাসছিল বি-টাউনে।
সদ্য রণবীর কাপুরের সঙ্গে ব্রেক আপ হয়েছে ক্যাটরিনার। ফলে সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কের কথা রটতে দেরি হয়নি। কিন্তু ক্যাটরিনা জানিয়েছেন, এ কথা মোটেই সত্যি নয়। সিদ্ধার্থ তার সহ অভিনেতা, প্রেমিক নন। সেই সঙ্গে এই ধরনের কথা না রটানোরও অনুরোধ করেন তিনি।
আলিয়া ভাটের সঙ্গে সিদ্ধার্থের প্রেমের সম্পর্ক কারও অজানা নয়। ছবির শুটিংয়ে কাহিনীর চাহিদায় ঘনিষ্ঠ ছবি প্রকাশ পাওয়ায় এমন গুজব রটেছে বলে অনেকে মনে করছেন।
নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে সিদ্ধার্থ মালহোত্রা ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘বার বার দেখো’ ছবিটি।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন