সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রেতাদের হামলায় চার পুলিশ আহত
সিদ্ধিরগঞ্জে আসামি ধরতে অভিযানে গিয়ে মাদক বিক্রেতাদের হামলায় আহত হয়েছেন এক উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ। পুলিশের শটগানের গুলিতেও আহত হয়েছেন একজন। দেলোয়ার হোসেন নামে আহত ওই ব্যক্তি পুলিশের ভাষায় একজন ‘চিহ্নিত মাদকবিক্রেতা’। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি টিসি রোডের সানফ্লাওয়ার কেজি স্কুল সংলগ্ন তালতলা শাহী মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই সাখাওয়াত হোসেন, কনস্টেবল ইকবাল, শাহজাহান ও মজিবুর।
এসআই সাখাওয়াত জানান, দেলোয়ার হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে তার লোকজন পুলিশকে লক্ষ্য করে বর্শা নিক্ষেপ করে ও মরিচের গুঁড়া ছিটান। এরপর তারা একত্রিত হয়ে হামলা চালায়। পুলিশের অস্ত্র ধরে টানাটানিও করেন। টানাটানির এক পর্যায়ে পুলিশের শটগানের গুলিতে আহত হন দেলোয়ার।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ জানান, আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দেলোয়ার ও মোক্তার দুজনেই মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। পুলিশ দেলোয়ারকে গ্রেফতার করেছে। মোক্তারকে গ্রেফতারে অভিযান চলছে।
নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মো. ফোরকান শিকদার জানান, পলাতক মোক্তারকে গ্রেফতারে অভিযান চলছে। আসামি ধরতে গেলে দেলোয়ার ও মোক্তারসহ সহযোগীরা আমাদের পুলিশের ওপর হামলা চালিয়েছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত দেলোয়ার, মোক্তার ও রুস্তমসহ একটি সিন্ডিকেট এলাকায় মাদক বিক্রি করে আসছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর দেশে কোকেনের সবচেয়ে বড় চালান জব্দের ঘটনায়বিস্তারিত পড়ুন
শপথ করছি, মাদক ছোঁব না
মাইকে ঘোষণা হলো ‘এখন মাদকের বিরুদ্ধে আমরা শপথ নেবো’। শপথবিস্তারিত পড়ুন
ক্ষতি বছরে ১ লাখ কোটি ডলারঃ ধুমপানের পিছনে
ধুমপানে প্রতি বছর বিশ্ব অর্থনীতির ক্ষতি হয় এক ট্রিলিয়ন বাবিস্তারিত পড়ুন