‘সিনেমার গল্প’র নায়িকা ঈশানা

ঈশানা জানিয়েছেন, তিনি এখন সিনেমার নায়িকা। সিনেমার কাজই করছেন।
ঈশানা বলেছেন, ‘সিনেমার গল্প’। আসলে এটি একটি ধারাবাহিক নাটক। যা পরিচালনা করছেন অনন্ত হীরা। এখানে একজন নায়িকার চরিত্রে অভিনয় করছি। একজন নায়িকার বহু কাজ। সিনেমা তো আগে কখনো করিনি। তবে সত্যি সত্যি যখন করবো তখন হয়তো কোনো সমস্যা হবে না কাজ করতে গিয়ে। এখন প্র্যাকটিসটা সেরে নিচ্ছি।
এদিকে ‘সিনেমার গল্প’ ছাড়া এ মুহূর্তে আরো বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন ঈশানা। বিভিন্ন চ্যানেলে সেগুলো প্রচারও হচ্ছে। সেসব ধারাবাহিকের মধ্যে রয়েছে ‘হাই সোসাইটি’, ‘খেলাঘর’, ‘শান্তি অধিদপ্তর’, ‘তুমি আসবে বলে’, ‘এক পা দু পা’, ‘নোয়াশাল’ ইত্যাদি। ধারাবাহিকের পাশাপাশি খন্ড নাটকেও নিয়মিত ঈশানা।
তিনি আরো বলেছেন, এখন ধারাবাহিকের কাজ বেশি চলছে। তবে এর সঙ্গে খন্ড নাটকেও কাজ করছি। যা সংখ্যায় কম। আসলে খন্ড নাটক তো বিশেষ দিবস ছাড়া সেভাবে নির্মাণ হয় না। তবে আসছে ভালোবাসা দিবস উপলক্ষে দুটি নাটকের কাজ শেষ করেছি। এর মধ্যে একটির নাম ‘বাজি’ এবং অন্যটি হলো ‘বোট’।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন