‘সিনেমার গল্প’র নায়িকা ঈশানা

ঈশানা জানিয়েছেন, তিনি এখন সিনেমার নায়িকা। সিনেমার কাজই করছেন।
ঈশানা বলেছেন, ‘সিনেমার গল্প’। আসলে এটি একটি ধারাবাহিক নাটক। যা পরিচালনা করছেন অনন্ত হীরা। এখানে একজন নায়িকার চরিত্রে অভিনয় করছি। একজন নায়িকার বহু কাজ। সিনেমা তো আগে কখনো করিনি। তবে সত্যি সত্যি যখন করবো তখন হয়তো কোনো সমস্যা হবে না কাজ করতে গিয়ে। এখন প্র্যাকটিসটা সেরে নিচ্ছি।
এদিকে ‘সিনেমার গল্প’ ছাড়া এ মুহূর্তে আরো বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন ঈশানা। বিভিন্ন চ্যানেলে সেগুলো প্রচারও হচ্ছে। সেসব ধারাবাহিকের মধ্যে রয়েছে ‘হাই সোসাইটি’, ‘খেলাঘর’, ‘শান্তি অধিদপ্তর’, ‘তুমি আসবে বলে’, ‘এক পা দু পা’, ‘নোয়াশাল’ ইত্যাদি। ধারাবাহিকের পাশাপাশি খন্ড নাটকেও নিয়মিত ঈশানা।
তিনি আরো বলেছেন, এখন ধারাবাহিকের কাজ বেশি চলছে। তবে এর সঙ্গে খন্ড নাটকেও কাজ করছি। যা সংখ্যায় কম। আসলে খন্ড নাটক তো বিশেষ দিবস ছাড়া সেভাবে নির্মাণ হয় না। তবে আসছে ভালোবাসা দিবস উপলক্ষে দুটি নাটকের কাজ শেষ করেছি। এর মধ্যে একটির নাম ‘বাজি’ এবং অন্যটি হলো ‘বোট’।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন