সিরাজদিখানে আলু বোনার প্রস্তুতি চলছে
আব্দুলাহ আল মাসুদ , মুন্সিগঞ্জ প্রতিনিধি:
সিরাজদিখানে আমন ধান ঘরে তুলে এখন ১৪ টি ইউনিয়নের চাষিরা আলু বোনার কাজে ব্যস্ত সময় পার করছেন। প্রতি বছর আলু চাষ করে লাভবান হওয়ায় গত বছরের তুলনায় বেশি জমিতে আলু চাষ করছে উপজেলার কৃষকেরা। কিছু দিন আগে যে জমির ধান কেটে ঘরে তুলেছে সেই জমিতেই এখন আলুর বীজ বপনের কাজে ব্যস্ত তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকুলে থাকায় গত বছরের তুলনায় এ বছর কৃষকরা আলু চাষে অধিক মুনাফা পাবে। গত বছর উপজেলার ১৪টি ইউনিয়নে কয়েক হাজার হেক্টর জমিতে আলু চাষ করা হয়। গত বছরের তুলনায় এবার উপজেলার ৯ হাজার ৩০০ হেক্টর জমিতে আলু উৎপাদন হবে বলে মনে করছেন উপজেলা কৃষি অফিস। আবহওয়া ভালো থাকায় এবং আলুর বীজ ভালো পাওয়ায় এবার খুশি মনে আলু চাষে ঝুঁকে পড়েছে কৃষকরা। উপজেলার গোবরদী গ্রামের কৃষক ইয়াসিন জানান, এবার ৫০বিঘা জমিতে আলু চাষ করবো। হিমাগারে বীজ রেখে বীজের মান ভালো পেয়েছি। আমার বীজের কোন সমস্যা নেই। জমিতে প্রতিদিন ২০-৩০ জন কৃষক আলুর জমি তৈরির কাজ করছে। তবে আবহাওয়া ভালো থাকলে গত বছরের তুলনায় এবার বেশি লাভের আশা করছি।মামুন আহাম্মেদ জানান,
গত বছর রাজনৈতিক অস্থিরতার কবলে পড়ে । এবার আশা করছি কোন ধরনের সমস্যা না হলে আলুতে খরচের চেয়ে দ্বিগুন লাভ হবে।#
এই সংক্রান্ত আরো সংবাদ
হঠাৎ বাস বন্ধ, বিপাকে যাত্রীরা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে আজ সববিস্তারিত পড়ুন
স্বামীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার চরে এক গার্মেন্টস কর্মীকেবিস্তারিত পড়ুন
ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকার চাচাতো ভাইয়েরবিস্তারিত পড়ুন