সিরাজদিখানে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
সিরাজদিখানে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০ টায় থেকে ঘন্টা ব্যাপী মানববন্ধনে ঢাকা ২ সমন্বিত জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন ও দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি সিরাজদিখান শাখা সহযোগিতায় ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপজেলার প্রধান প্রধান সড়কে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও র্যালী করে। এর আগে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শপথবাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ। ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নাসির উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারি কমিশনার মো. ফজলুল বারী, সিরাজদিখান শাখার সভাপতি আব্দুল মজিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দুলাল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আফজাল আহমেদ, মধ্যপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিম আল রাজি, সিরাজদিখান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক পলাশ প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
হঠাৎ বাস বন্ধ, বিপাকে যাত্রীরা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে আজ সববিস্তারিত পড়ুন
স্বামীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার চরে এক গার্মেন্টস কর্মীকেবিস্তারিত পড়ুন
ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকার চাচাতো ভাইয়েরবিস্তারিত পড়ুন