সিরাজদিখানে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ ঘড় ভীভূত ৪ লাখ টাকার ক্ষতি
আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
উপজেলার লতব্দী ইউনিয়নের চরনীমতলা গ্রামে গত রবিবার রাত ৮টায় ভয়াবহ অগ্নিকান্ডে জামাল মিয়ার ৩টি ঘড় ভস্মীভূত হয়েছে। এতে ২ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, রান্না ঘড় থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের ঘড়ে ছড়িয়ে পড়ে। লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে পানির পাম্প দিয়ে পানি ছিটিয়ে প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনে।
ঘড়ের মালিক জামাল মিয়া বলেন, এগার দিন আগে আমাদের ছেলে বাবুল মিয়া ওমান থেকে দেশে আসে। আসার সময় ছেলের ও বন্ধুবাদ্ধবের দেয়া অনেক বিদেশী মাল সামান নিয়ে আসে। রবিবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি ঘড়সহ ওইসব মালসামান, ছেলের পার্সপোর্ট, ঘড়ে থাকা নগদ একলাখ টাকা, স্বর্ণ, টিভিসহ মূল্যবান জিনিসপত্র ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়। তিনি অভিযোগ করে বলেন সিরাজদিখান উপজেলায় ফায়ার সার্ভিস না থাকায় আগুন নেভাতে দেরি হওয়ায় এতগুলো জিনিস সবই পুড়ে গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
হঠাৎ বাস বন্ধ, বিপাকে যাত্রীরা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে আজ সববিস্তারিত পড়ুন
স্বামীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার চরে এক গার্মেন্টস কর্মীকেবিস্তারিত পড়ুন
ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকার চাচাতো ভাইয়েরবিস্তারিত পড়ুন