সিরাজদিখানে শতবছরের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা
আব্দুলাহ আল মাসুদ(মুন্সিগঞ্জ) প্রতিনিধি :
পহেলা বৈশাখউপলক্ষে সিরাজদিখানেঐতিহ্যবাহীপাউলদিয়ারবটতলাপ্রতিবছরেরন্যায়এবারওচলছে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা।
মেলায়বসেছে দূর দূরান্ত থেকে আসাপ্রায়শতাধিককসমেটিকস ও খই-উখরার ,লাচ্ছি, মিষ্টান্ন, ঝাল-মুড়ি,মাটির খেলনা দোকান।
মেলায়শিশুদের পাশাপাশিবড়দের মধ্যেও দেখা গেছে অন্যরকম এক আনন্দময়অনুভূতি।
এ মেলায়বিনোদনের জন্য ভিরকরেছেনউপজেলারবিভিন্নগ্রামেরহাজারোমানুষ।
শুক্রবারশুরু হয়েরবিবার ৮ টাপর্যন্ত চলবে এ মেলা ।
গোবরদীগ্রামেরহােজরা বেগম (৫০) জানান,আমাদের জন্মের পর থেকেই এ মেলা ।আমি ছোট বেলায়আমার ছোট বোনদের নিয়েপালিয়ে মেলায়গিয়েছিলাম।
উপজেলার পালপাড়ার মৃৎশিল্পী রিপন পাল জানান, এখন মাটির তৈরি সামগ্রীর চাহিদা কমে যাওয়ায় অনেকে পেশা বদল করতে বাধ্য হ”েছন। তবে এখনও পহেলা বৈশাখে আয়োজিত মেলা ও অনুষ্ঠান গুলোতে মাটির তৈরি হাঁড়ি-পাতিল ও খেলনাসহ বিভিন্ন দর্শনীয় সামগ্রী বেশি বিক্রি হয়ে থাকে।
বয়রাগাদীইউপি চেয়ারম্যানগাজী মো. আলাউদ্দিনজানান, বাঙালির সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্যে সমৃদ্ধ। তথাকথিত আধুনিকতার নামে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিরচর্চা ও লালন থেকে দূরে সরে গেছি। এতে অপসংস্কৃতি আমাদের জাতিরওপর ভর করছে। আমাদের বাঙালি সংস্কৃতির চর্চার মাধ্যমেই অপসংস্কৃতি দূর করতেহবে। উন্নত দেশ গড়তেহলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েনিজস্ব সংস্কৃতিরধারণ, লালন ও চর্চারবিকল্প নেই।
জানাযায়, শতবছরধরে এ মেলাঅনুষ্ঠিতহয়েআসছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
হঠাৎ বাস বন্ধ, বিপাকে যাত্রীরা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকার বাসস্ট্যান্ড থেকে আজ সববিস্তারিত পড়ুন
স্বামীকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় পদ্মার চরে এক গার্মেন্টস কর্মীকেবিস্তারিত পড়ুন
ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসের হাট এলাকার চাচাতো ভাইয়েরবিস্তারিত পড়ুন