সিলেটের সামনে ১৬৭ রানের লক্ষ্য
বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের দ্বাদশ ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডিনামাইটস ও সিলেট সুপার স্টারস। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকা ডিনামাইটসের অধিনায়ক কুমার সাঙ্গাকারা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করেছে ঢাকা। জয়ের জন্য সিলেট সুপার স্টারসকে করতে হবে ১৬৭ রান।
ব্যাট হাতে ঢাকা ডিনামাইটসের অধিনায়ক কুমার সাঙ্গাকারা ৭৫ রানের ইনিংস খেলেন। ৫৬ বলে এই রান করতে তিনি ৯টি চার ও একটি ছক্কা হাঁকান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন নাসির হোসেন। ১৫ রান আসে সাদমান ইসলামের ব্যাট থেকে। তৃতীয় উইকেট জুটিতে সাঙ্গাকারা ও নাসির হোসেন মিলে ৬৬ রান তোলেন।
বল হাতে সিলেটের মোহাম্মদ শহীদ ২ উইকেট নেন। একটি করে উইকেট নেন ফিদেল এডওয়ার্ড, দিলশান মুনাবীরা ও নাসুম আহমেদ।
ইতিমধ্যে ঢাকা তিন ম্যাচে মাঠে নেমে ২টিতে জয় তুলে নিয়েছেন। অন্যদিকে সিলেট এখনো কোনো জয়ের মুখ দেখেনি। ঢাকা তাদের তৃতীয় জয়ের লক্ষ্যে এবং সিলেট প্রথম জয় তুলে নিতে মাঠে নেমেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন