সিলেটে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ৪

সিলেটের খাসদবীর দারুস সালাম মাদ্রাসা এলাকায় ফিল্মি কায়দায় আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল তার স্বজনরা। এমনকি পুলিশ বহনকারী সিএনজি অটোরিকশাতেও আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা। স্বজনদের এই হামলায় আহত হন চার পুলিশ সদস্য। তবে উদ্দেশ্য সফল হয়নি, আসামি ছিনতাই করা তো হয়নি। উল্টো পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে খাসদবীর দারুস সালাম মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ।
তিনি জানান, খাসদবীর এলাকা থেকে ডাকাতি মামলার আসামি কামরান, শপু ও সিরাজকে গ্রেপ্তার করে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পুলিশ। তাদেরকে নিয়ে খাসদবীর দারুস সালাম মাদ্রাসা এলাকায় আসলে আসামিদের আত্মীয় স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পরে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এতে সিতারা বেগম ও সোহাগ আহমদ নামে আসামির দুই আত্মীয় আহত হন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত উপ-কমিশনার আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন

সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন