সিলেটে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত
সিলেট সদর উপজেলার বাদাঘাট এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ কমপক্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ১৩৩ রাউন্ড শটগানের গুলি ও ৮ রাউন্ড টিয়ারশেল ছোড়ে। এতে পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
উপজেলার বাদাঘাট এলাকায় সোনাতলা, মইয়ারচক গ্রামবাসী ও মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামছুল ইসলাম টুনুর লোকজন মধ্যে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, সোনাতলা, মইয়ারচক, বাদাঘাট এলাকায় ঢাকাস্থ ইউনাইটেড নামে একটি কোম্পানি জমির কর্তৃত্ব নিয়ে দুটি পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে টুনু চেয়ারম্যান বাদাঘাটস্থ সোনাতলা এলাকায় এসে একটি ঘর নির্মাণ শুরু করেন। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে সোনাতলা ও মইয়ারচক গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে ঘর নির্মাণে বাধা দেয়। এ সময় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে এসএমপির জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৩৩ রাউন্ড শটগানের ও ৮ রাউন্ড টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
মৌলভীবাজারের “গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ” নামের পাঁচ তারকাবিস্তারিত পড়ুন