সিলেটে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশত
সিলেট সদর উপজেলার বাদাঘাট এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ পুলিশ সদস্যসহ কমপক্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ১৩৩ রাউন্ড শটগানের গুলি ও ৮ রাউন্ড টিয়ারশেল ছোড়ে। এতে পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
উপজেলার বাদাঘাট এলাকায় সোনাতলা, মইয়ারচক গ্রামবাসী ও মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামছুল ইসলাম টুনুর লোকজন মধ্যে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, সোনাতলা, মইয়ারচক, বাদাঘাট এলাকায় ঢাকাস্থ ইউনাইটেড নামে একটি কোম্পানি জমির কর্তৃত্ব নিয়ে দুটি পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে টুনু চেয়ারম্যান বাদাঘাটস্থ সোনাতলা এলাকায় এসে একটি ঘর নির্মাণ শুরু করেন। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে সোনাতলা ও মইয়ারচক গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে ঘর নির্মাণে বাধা দেয়। এ সময় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে এসএমপির জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৩৩ রাউন্ড শটগানের ও ৮ রাউন্ড টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

শামীম ওসমান থাকার গুজবে রিসোর্টের সামনে মানুষের ভিড়, সেনাবাহিনীর তল্লাশি
মৌলভীবাজারের “গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ” নামের পাঁচ তারকাবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন