সিলেট কেন্দ্রীয় কারাগার ও বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প সংলগ্ন র্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার পর সিলেট কেন্দ্রীয় কারাগার ও এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারাফটকে জোরদার করা হয়েছে সশস্ত্র নিরাপত্তাকর্মী।
কারা অধিদফতরের নির্দেশনা অনুযায়ী শুক্রবার দুপুর থেকে নিরাপত্তা বৃদ্ধি করা হয় বলে জানান সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া। তিনি বলেন, দুপুরে রাজধানীর আশকোনায় র্যাব বোমা বিস্ফোরণে একজন নিহত হন।
এরপর দেশের ৬৮টি কারাগারকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়। এই নির্দেশনা পাওয়ার পর বিকেল ৩টা থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারের সশস্ত্র নিরাপত্তা বৃদ্ধি করা হয়। এছাড়া সতর্কতা হিসেবে কারাগারে আগত দর্শনার্থীদের শরীর তল্লাশি করা হবে। তারপর তারা বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে।
এদিকে, দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল অ্যাভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত
দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন