সিলেট থেকে ঢাকায় এসে বললেন, ‘শাকিবের ছবি দেখতে চাই’
অভিনেতা শাকিব খানের ভক্ত শুভ ঘোষ। বাড়ি সিলেটে। প্রিয় অভিনেতার পক্ষে দাঁড়াতে সুদূর সিলেট থেকে ছুটে এসেছেন ঢাকায়। দাঁড়িয়েছেন প্রতিবাদ সমাবেশে। দাবি জানিয়েছেন চলচ্চিত্র থেকে শাকিবকে বাদ না দেওয়ার।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) নিয়ে মন্তব্য করার পর শাকিব খানের ওপর চটেছে চলচ্চিত্র পরিচালক সমিতি। তাঁকে বাদ দিয়ে চলচ্চিত্র নির্মাণেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
পরিচালক সমিতির এমন আহ্বানের প্রতিবাদে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়ান শাকিবের ভক্তরা। কিন্তু পুলিশি বাধার মুখে সেই সমাবেশ পণ্ড হয়। এরপর ভক্তরা মিছিল নিয়ে কাকরাইলের রাজমণি সিনেমা হলের সামনে জড়ো হন। সেখানে তাঁরা প্রতিবাদ সমাবেশ করে পরিচালক সমিতির বক্তব্যের প্রতিবাদ জানান।
প্রতিবাদ সমাবেশে শাকিবের ভক্ত শুভ ঘোষ বলেন, ‘আমরা শাকিবের ছবি ভালোবাসি। তাঁর ছবি দেখতে চাই। এটি পরিচালক আর প্রযোজক সমিতির নিজেদের দ্বন্দ্ব। এটা তাঁদের ব্যাপার। আমরা শাকিব খানকে এর মধ্যে জড়াতে চাই না।’
শুভর মতো আরো অনেক ভক্ত যোগ দিয়েছিলেন সমাবেশে। তাঁদের সবার একটাই দাবি, শাকিব খানকে চলচ্চিত্রে রাখতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













