‘সীমান্তে রাস্তা নির্মাণ করা হবে’

বাংলদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা জোরদারে রাস্তা নির্মাণে ঐক্যমতে পৌঁছেছেন দুই দেশের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটরা (ডিএম)। বুধবার বাংলাদেশের চট্টগ্রামে দুদিনব্যাপী যৌথ সীমান্ত সম্মেলনে বাংলাদেশও ভারতের মধ্যে এ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি যৌথ ভূমি জরিপ সম্পন্ন করা, নারী ও শিশু পাচার রোধ, মাদক ও চোরাচালান রোধ করা, আন্তসীমান্ত অপরাধ ও সন্ত্রাস নির্মূল এবং বিজিবি-বিএসএফ যৌথ টহল বিষয় নিয়েও আলোচনা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের পর্যটন মোটেল সৈকতে দুইদিন ব্যাপী এই সম্মেলন শুরু হয়ে আজ শেষ হয়েছে।
বাংলাদেশের পক্ষে এ সম্মেলনে নেতৃত্ব দেন খাগড়াছড়ির ডিসি মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। আর ভারতের নেতৃত্ব দেন উনাকটি জেলার ম্যাজিস্ট্রেট পি আর ভট্টাচার্য। সম্মেলনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন ও ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার বক্তব্য দেন।
এ সম্মেলনে ভারতের উনাকটি, ধলাই ও উত্তর ত্রিপুরা ও বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙামাটি ও মৌলভীবাজার জেলা, জেলা ম্যাজিস্ট্রেট ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধি ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন