‘সীমান্তে রাস্তা নির্মাণ করা হবে’

বাংলদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা জোরদারে রাস্তা নির্মাণে ঐক্যমতে পৌঁছেছেন দুই দেশের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটরা (ডিএম)। বুধবার বাংলাদেশের চট্টগ্রামে দুদিনব্যাপী যৌথ সীমান্ত সম্মেলনে বাংলাদেশও ভারতের মধ্যে এ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি যৌথ ভূমি জরিপ সম্পন্ন করা, নারী ও শিশু পাচার রোধ, মাদক ও চোরাচালান রোধ করা, আন্তসীমান্ত অপরাধ ও সন্ত্রাস নির্মূল এবং বিজিবি-বিএসএফ যৌথ টহল বিষয় নিয়েও আলোচনা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের পর্যটন মোটেল সৈকতে দুইদিন ব্যাপী এই সম্মেলন শুরু হয়ে আজ শেষ হয়েছে।
বাংলাদেশের পক্ষে এ সম্মেলনে নেতৃত্ব দেন খাগড়াছড়ির ডিসি মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। আর ভারতের নেতৃত্ব দেন উনাকটি জেলার ম্যাজিস্ট্রেট পি আর ভট্টাচার্য। সম্মেলনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন ও ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার বক্তব্য দেন।
এ সম্মেলনে ভারতের উনাকটি, ধলাই ও উত্তর ত্রিপুরা ও বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙামাটি ও মৌলভীবাজার জেলা, জেলা ম্যাজিস্ট্রেট ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধি ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন