সুন্দরবনে তিনদিন ধরে জ্বলছে আগুন

সুন্দরবনের ধানসাগর স্টেশনের ২৫ নম্বর কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় লাগা আগুন ৫৯ ঘণ্টায়ও পুরোপুরি নেভেনি। এখন ওই এলাকার বিভিন্ন স্থানে আগুন জ্বলছে এবং ধোঁয়া দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্বিতীয় দিনের মতো আগুন নেভানোর কাজ শেষ করে তা বন্ধ রেখেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শুক্রবার সকাল থেকে আবারও কাজ শুরু করেছে।
বুধবার (২৭ এপ্রিল) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের তুলাতলা এলাকায় আগুন লাগে। খবর পেয়ে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মানিকুজ্জামান সকালে মুঠোফোনে বলেন, ‘বুধবার সন্ধ্যায় সুন্দরবনে তিনটি ইউনিট নিয়ে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করি। তা চলে রাত তিনটা পর্যন্ত। এরপর তিন ঘণ্টা বিরতি দিয়ে বৃহস্পতিবার আবার ভোর থেকে শুরু হয় কাজ। শুক্রবারও বিভিন্ন স্থানে ধোঁয়া দেখতে পাওয়ায় সকাল থেকে আবার কাজ শুরু করেছি।’
তিনি বলেন, ‘সুন্দরবনের যে এলাকায় আগুন লেগেছে তা খুব দুর্গম। প্রায় দুই কিলোমিটার দুরের আড়ুয়ারবাড় খাল থেকে পানি এনে আগুনের এলাকায় ছিটাতে হচ্ছে। এক নাগাড়ে কাজ করতে যেয়ে দমকল কর্মীরা ক্লান্ত হয়ে পড়েছে। তাই খুলনা ফায়ার সার্ভিসের কাছে আমরা আগুন নেভানোর কাজে কিছু কর্মী চেয়েছি। তারা ইতোমধ্যে পৌঁছে গেছে। সুন্দরবনের আগুনের বিস্তৃতি খুব বেশি। প্রচণ্ড বাতাসে আগুন ওই এলাকার দক্ষিণ ও উত্তর দিকে ছড়িয়ে গেছে। যার কারণে নেভাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এছাড়া জনবল ও পানি সরবরাহের পাইপের সঙ্কট রয়েছে।’
অবশ্য বনবিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মো. জহির উদ্দিন আহমেদ বলেন, ‘সুন্দরবনে বেশ কিছু এলাকায় এখনো ধোঁয়া দেখা যাচ্ছে তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আলোর অভাবে গত রাতে আগুন নেভানোর কাজ বন্ধ রাখা হয়। শুক্রবার ভোরে আবার কাজ শুরু হয়েছে।’ কত এলাকায় আগুন ছড়িয়েছে এবং তাতে কী ধরনের গাছপালা পুড়েছে তা তিনি এখনো বলতে পারেননি।
স্থানীয় সূত্র জানায়, এই এলাকার আগুন এখনও অনিয়ন্ত্রিতভাবেই জ্বলছে। আগুন লাগার ৫৯ ঘণ্টা পার হলেও সব এলাকায় পৌঁছাতেই পারেনি বনবিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনাস্থলের পশ্চিম পাশে এখনও পৌঁছাতে না পারায় ওই অংশে আগুন কতটা বিস্তৃত তাও বোঝা যাচ্ছে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন