শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সুন্দরবনে তিনদিন ধরে জ্বলছে আগুন

সুন্দরবনের ধানসাগর স্টেশনের ২৫ নম্বর কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় লাগা আগুন ৫৯ ঘণ্টায়ও পুরোপুরি নেভেনি। এখন ওই এলাকার বিভিন্ন স্থানে আগুন জ্বলছে এবং ধোঁয়া দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্বিতীয় দিনের মতো আগুন নেভানোর কাজ শেষ করে তা বন্ধ রেখেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শুক্রবার সকাল থেকে আবারও কাজ শুরু করেছে।

বুধবার (২৭ এপ্রিল) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের তুলাতলা এলাকায় আগুন লাগে। খবর পেয়ে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মানিকুজ্জামান সকালে মুঠোফোনে বলেন, ‘বুধবার সন্ধ্যায় সুন্দরবনে তিনটি ইউনিট নিয়ে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করি। তা চলে রাত তিনটা পর্যন্ত। এরপর তিন ঘণ্টা বিরতি দিয়ে বৃহস্পতিবার আবার ভোর থেকে শুরু হয় কাজ। শুক্রবারও বিভিন্ন স্থানে ধোঁয়া দেখতে পাওয়ায় সকাল থেকে আবার কাজ শুরু করেছি।’

তিনি বলেন, ‘সুন্দরবনের যে এলাকায় আগুন লেগেছে তা খুব দুর্গম। প্রায় দুই কিলোমিটার দুরের আড়ুয়ারবাড় খাল থেকে পানি এনে আগুনের এলাকায় ছিটাতে হচ্ছে। এক নাগাড়ে কাজ করতে যেয়ে দমকল কর্মীরা ক্লান্ত হয়ে পড়েছে। তাই খুলনা ফায়ার সার্ভিসের কাছে আমরা আগুন নেভানোর কাজে কিছু কর্মী চেয়েছি। তারা ইতোমধ্যে পৌঁছে গেছে। সুন্দরবনের আগুনের বিস্তৃতি খুব বেশি। প্রচণ্ড বাতাসে আগুন ওই এলাকার দক্ষিণ ও উত্তর দিকে ছড়িয়ে গেছে। যার কারণে নেভাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এছাড়া জনবল ও পানি সরবরাহের পাইপের সঙ্কট রয়েছে।’

অবশ্য বনবিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মো. জহির উদ্দিন আহমেদ বলেন, ‘সুন্দরবনে বেশ কিছু এলাকায় এখনো ধোঁয়া দেখা যাচ্ছে তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আলোর অভাবে গত রাতে আগুন নেভানোর কাজ বন্ধ রাখা হয়। শুক্রবার ভোরে আবার কাজ শুরু হয়েছে।’ কত এলাকায় আগুন ছড়িয়েছে এবং তাতে কী ধরনের গাছপালা পুড়েছে তা তিনি এখনো বলতে পারেননি।

স্থানীয় সূত্র জানায়, এই এলাকার আগুন এখনও অনিয়ন্ত্রিতভাবেই জ্বলছে। আগুন লাগার ৫৯ ঘণ্টা পার হলেও সব এলাকায় পৌঁছাতেই পারেনি বনবিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনাস্থলের পশ্চিম পাশে এখনও পৌঁছাতে না পারায় ওই অংশে আগুন কতটা বিস্তৃত তাও বোঝা যাচ্ছে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত