সোমবার, জুলাই ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সুন্দরবনে তিনদিন ধরে জ্বলছে আগুন

সুন্দরবনের ধানসাগর স্টেশনের ২৫ নম্বর কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় লাগা আগুন ৫৯ ঘণ্টায়ও পুরোপুরি নেভেনি। এখন ওই এলাকার বিভিন্ন স্থানে আগুন জ্বলছে এবং ধোঁয়া দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্বিতীয় দিনের মতো আগুন নেভানোর কাজ শেষ করে তা বন্ধ রেখেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শুক্রবার সকাল থেকে আবারও কাজ শুরু করেছে।

বুধবার (২৭ এপ্রিল) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের তুলাতলা এলাকায় আগুন লাগে। খবর পেয়ে বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মানিকুজ্জামান সকালে মুঠোফোনে বলেন, ‘বুধবার সন্ধ্যায় সুন্দরবনে তিনটি ইউনিট নিয়ে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করি। তা চলে রাত তিনটা পর্যন্ত। এরপর তিন ঘণ্টা বিরতি দিয়ে বৃহস্পতিবার আবার ভোর থেকে শুরু হয় কাজ। শুক্রবারও বিভিন্ন স্থানে ধোঁয়া দেখতে পাওয়ায় সকাল থেকে আবার কাজ শুরু করেছি।’

তিনি বলেন, ‘সুন্দরবনের যে এলাকায় আগুন লেগেছে তা খুব দুর্গম। প্রায় দুই কিলোমিটার দুরের আড়ুয়ারবাড় খাল থেকে পানি এনে আগুনের এলাকায় ছিটাতে হচ্ছে। এক নাগাড়ে কাজ করতে যেয়ে দমকল কর্মীরা ক্লান্ত হয়ে পড়েছে। তাই খুলনা ফায়ার সার্ভিসের কাছে আমরা আগুন নেভানোর কাজে কিছু কর্মী চেয়েছি। তারা ইতোমধ্যে পৌঁছে গেছে। সুন্দরবনের আগুনের বিস্তৃতি খুব বেশি। প্রচণ্ড বাতাসে আগুন ওই এলাকার দক্ষিণ ও উত্তর দিকে ছড়িয়ে গেছে। যার কারণে নেভাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এছাড়া জনবল ও পানি সরবরাহের পাইপের সঙ্কট রয়েছে।’

অবশ্য বনবিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মো. জহির উদ্দিন আহমেদ বলেন, ‘সুন্দরবনে বেশ কিছু এলাকায় এখনো ধোঁয়া দেখা যাচ্ছে তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আলোর অভাবে গত রাতে আগুন নেভানোর কাজ বন্ধ রাখা হয়। শুক্রবার ভোরে আবার কাজ শুরু হয়েছে।’ কত এলাকায় আগুন ছড়িয়েছে এবং তাতে কী ধরনের গাছপালা পুড়েছে তা তিনি এখনো বলতে পারেননি।

স্থানীয় সূত্র জানায়, এই এলাকার আগুন এখনও অনিয়ন্ত্রিতভাবেই জ্বলছে। আগুন লাগার ৫৯ ঘণ্টা পার হলেও সব এলাকায় পৌঁছাতেই পারেনি বনবিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীরা। ঘটনাস্থলের পশ্চিম পাশে এখনও পৌঁছাতে না পারায় ওই অংশে আগুন কতটা বিস্তৃত তাও বোঝা যাচ্ছে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?

এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন

  • শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • কলম্বোর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় ঢাকা
  • রিজভী: দলের কেউ অপরাধ করলে কঠোর ব্যবস্থা
  • শফিকুর রহমান: পরিপূর্ণ সংস্কার ও নির্বাচন আদায় করে ছাড়বো
  • যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
  • টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
  • ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
  • ২০২৪ সালে ‘ডামি নির্বাচন’ হয়েছে, আদালতে স্বীকার করলেন হাবিবুল আউয়াল
  • দেড় কোটি বাংলাদেশি প্রবাসীকে ভোটার করতে আইনি নোটিশ
  • দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের অনিয়ম তদন্তে কমিটি
  • খামেনি: ইরান আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে
  • জুলাই স্মৃতি উদ্‌যাপনে কর্মসূচি ঘোষণা