সুবহান আল্লাহ! শিশুর কান্নায় জেগে উঠলেন মৃত মা! (ভিডিওসহ)
একটি শিশু জন্মানোর মত এত সৃষ্টির আনন্দ কোন কিছুতে নেই। যদিও ব্যাপারটা একজন মা এর জন্য অনেক কষ্টের, আবার পাওয়ার আনন্দে উত্তেজনাময় বটে। তবে বাচ্চা জন্মানোর সময় মা এর যে আসলে কি হয় সেটা একমাত্র মা ছাড়া কেউ অনুধাবন করতে পারেনা। খুব নিরাপদ জন্মদানও যে কোন সময় চরম বিপদের কারন হতে পারে। মুক্তমঞ্চ.কম এমন একটি সত্য ঘটনা খুঁজে বের করেছে যেখানে, একজন মা তার সন্তান জন্মদানের পরপরই ক্লিনাল ডেট বা মৃত বলে ডাক্তার ঘোষনা দেন। কিন্তু রহস্য মোড় নেয় অন্যদিকে যখন বাচ্চাটিকে মায়ের কাছে আনা হয়। তাহলে পড়ুন বিস্তারিতঃ
কলি পরিবারের আনন্দ
শেলি কলি এবং জেরেমি কলি আনন্দের সাথেই তাদের প্রথম সন্তান রায়লানের জন্মের অপেক্ষা করছিলো। তারা অনাগত সন্তানের জন্য কাপড় চোপড় কিনছিলো, ধাত্রীর আগমনের প্রস্তুতি নিচ্ছিলো। সবকিছু ঠিকঠাক চলার জন্য যা দরকার তারই প্রস্তুতি নিচ্ছিলো। স্বভাবতই, রায়লান জন্ম নিলো। সবাই এসে নতুন বাচ্চাকে স্বাগত জানিয়ে গেলো। কিন্তু সমস্যা হলো মা এর। অতিরিক্ষ রক্তক্ষরনের জন্য রক্তশূন্য হয়ে সে কয়েক ঘন্টার মধ্যেই মারা গেলো।
হরিষে বিষাদ
কয়েক মিনিট পর ডাক্তার এসে স্বামীকে জানালো, তার স্ত্রী কোমায় চলে গেছে। যেটাকে ডাক্তারি ভাষায় বলে ক্লিনিক্যাল ডেড। হয়তবা কয়েকলাখে একজন বেঁচে ওঠে। কিন্তু স্ত্রীর কোমা থেকে ফেরার কোন সম্ভাবনাই নেই! ডাক্তার নার্সদেরকে তারা দিচ্ছিলেন, যাতে স্ত্রীর মুখ থেকে লাইফ সাপোর্টিং সিস্টেম খুলে ফেলা হয়। হতভম্ব স্বামী কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। ওদিকে বাচ্চা জন্মানোর পর ডাক্তারেরা বাচ্চাকে ইনকিউবেটরে রাখে, যাতে স্বাস্ত্যগত কোন সমস্যা না হয়।
কিংকর্তব্যবিমূঢ় অবস্থা
স্বামী বেচারা কি করবে বুঝে উঠতে পারছিলো না। তাই ঘন্টা কয়েক পরে স্বামী সদ্যজাত শিশুকে ইনকিউবেটর থেকে কোলে করে নিয়ে সোজা মায়ের কাছে চলে যায়। যেখানে ক্লিনিক্যাল ডেড অবস্থায় শিশুটির মা পরে আছে। বাচ্চাটিকে তার মায়ের কাছে নিয়ে যাওয়ার পর বাচ্চাটি খুব জোরে কান্না শুরু করে। সুবহান আল্লাহ! আল্লাহর অশেষ রহমতে ক্লিনিক্যাল ডেড মা তার সন্তানের কান্না শুনতে পেয়ে কোমা থেকে জ্ঞান ফিরে আসে! আর এই ঘটনায় সারা আমেরিকা জুড়ে অনেক আলোড়ন সৃষ্টি করে।
স্বামী স্ত্রী বাচ্চা – যখন সবাই বিখ্যাত
পরবর্তীতে আমেরিকার বিখ্যাত টিভি স্টেশন ফক্স নিউজ শেলি কলি এবং জেরেমি কলি ও তাদের কন্যা সন্তান রায়লানের টেলিকনফারেন্সের মাধ্যমে একটি সাক্ষাৎকার নেয়। আর কোমা থেকে ফিরে আসার সেই ঐতিহাসিক ভিডিওটি প্রকাশ করে।
https://www.youtube.com/watch?v=tcsAtDzmMl8
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন