সাখাওয়াতের প্রচারে নজরুল ইসলাম খান
সুষ্ঠু নির্বাচন হলে নারায়ণগঞ্জে ধানের শীষ জিতবে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপিদলীয় মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে গণসংযোগ করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। আজ সোমবার দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু নির্বাচনী প্রচারে অংশ নেন।
অন্যদিকে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসও সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রচারে অংশ নেয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি দলীয় মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের পক্ষে তাঁর সঙ্গে গণসংযোগ করেন।
বিএনপি নেতারা জানিয়েছেন, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে ধানের শীষ প্রতীকের প্রার্থীই জয়ী হবে।
আজ নগরীর ১৫ ওয়ার্ডের টানবাজার এলাকায় গণসংযোগ করেন কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান ও রুহুল কুদ্দুস দুলু। এর আগে জেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন দুই নেতা।
গণসংযোগের সময় নজরুল ইসলাম খান বলেন, ‘ভোটাররা যদি কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তাহলে ধানের শীষের বিজয় নিশ্চিত।’ তিনি আরো বলেন, ‘সাখাওয়াত হোসেনের পক্ষে মানুষের উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। আমরা মনে করি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলে বিপুল ভোটে আমাদের প্রার্থী সাখাওয়াত বিজয়ী হবে।’
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘নারায়ণগঞ্জে ধানের শীষের জোয়ার বইছে। ভোটাররা সাখাওয়াতকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে আছে।’
নগরীর বন্দর এলাকায় সাখাওয়াতের পক্ষে গণসংযোগ করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, ‘ভোটাররা ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে এবার প্রমাণিত হবে বিএনপির জনপ্রিয়তা কতটুকু।’ তিনি আরো বলেন, ‘আমরা স্বতঃস্ফূর্তভাবে ব্যাপক সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস যদি জনগণ সঠিকভাবে ভোট দিতে পারে, ভোটকেন্দ্রে যেতে পারে ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল নেতৃত্ব পর্যায়ে থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত গণসংযোগ করছি।’
আফরোজা আব্বাস আরো বলেন, ‘এ সরকারের অধীনে একটা নির্বাচনও অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হতে দেখিনি। আশা করব অতীতের ভুল-ভ্রান্তি ভুলে গিয়ে এ সরকার এবং এ নির্বাচন কমিশন অবশ্যই নিজের অস্তিত্ব রক্ষার জন্য একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে যাতে নারায়ণঞ্জবাসী নিজের ভোটটা অন্তত পছন্দের প্রার্থীকে দিতে পারে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন
আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন