সুস্থতার অপেক্ষায় রোনালদো

ইউরো কাপের শিরোপা নির্ধারণী ম্যাচেই আহত হন রিয়াল মাদ্রিদ পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ফলে সেই ম্যাচটিতেও তার খেলা হয়ে ওঠেনি। তবে তার দলের শিরোপা জয় করতে কোন সমস্যা হয়নি। নিজে মাঠে না থাকতে পারলেও নিজ দেশ পর্তুগাল প্রথমবারের ইউরো সেরার মুকুট পড়ে।
সেদিনের ম্যাচ শুরুর মাত্র ৮ম মিনিটেই প্রতিপক্ষের ফুটবলার দিমিত্রি পায়েতের সঙ্গে বল দখলের সময় হাঁটুতে আঘাত পান রোনালদো। সঙ্গে সঙ্গেই মাটিতে শুয়ে পড়েন তিনি। রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও উঠতে পারছিলেন না পর্তুগালের অধিনায়ক।
অবশেষে খেলা থামিয়ে রোনালদোকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবারও খেলা শুরু হয়। তবে ২৪ মিনিটে তাকে মাঠ ছেড়ে বের হয়ে যেতে হয়েছে ওই ইনজুরির ফলে।
এরপর থেকেই রোনালদো রয়েছেন মাঠের বাইরে। ইবিজা দ্বীপে অবসর কাটিয়ে ফিরেছেন। এরই মধ্যে বৃহস্পতিবার ইউরোপ সেরার মুকুটটি দ্বিতীয়বারের মত নিজের মাথায় পরেছেন। এখন চলছে তার দ্রুত ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা।
আর এ ব্যাপারে ভীষণ সতর্ক রোনালদো। নিজের ফিটনেস পুনরুদ্ধারের লক্ষ্যে পুরোদমে প্রশিক্ষণ চলছে তার। তারই একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, ‘অভিনন্দন ও পুরস্কার (ইউরোপ সেরা) জিততে আমাকে সাহায্য করার জন্য সবাইকে ধন্যবাদ। আমি সত্যিই খুব আনন্দিত এবং কঠিন পরিশ্রম করছি। কারণ আমি ফিরে আসতে চাই আরও পুরস্কার জয় করার জন্য।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন