সূর্যাস্তের আগেই বিসর্জন দিতে হবে প্রতিমা
রাজধানীতে দুর্গা পূজাকে কেন্দ্র করে র্যাব, আনসার, বিজিপি টহলের পাশাপাশি ৬ হাজার ৮৬৩ পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। সেই সঙ্গে আসুরাকে কেন্দ্র করে আড়াই হাজার পুলিশ মোতায়েন রাখা হবে বলেও তিনি জানান।
রোবাবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘পূজাকে কেন্দ্র করে ৬ হাজার ৮৬৩ পুলিশ মোতায়েন থাকবে এবং আসুরাকে কেন্দ্র করে ২ হাজার ৫০০ পুলিশ মোতায়েন থাকবে রাজধানী জুড়ে। এছাড়াও থাকবে র্যাব, আনসার, বিজিপির নিয়মিত টহল। সেই সঙ্গে উৎসবের শেষদিন সূর্যাস্তের আগেই বিসর্জন দিতে হবে প্রতিমা। যে স্থানগুলোতে প্রতিমা বিসর্জন দেয়া হবে সেখানে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত টিম থাকবে এবং সবকিছু ভিডিও করা হবে।’
ডিএমপি কমিশনার বলেন, ‘আগামী শুক্রবার যারা ঢাকেশ্বরী মন্দিরে যেতে ইচ্ছুক তাদেরকে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে সেখানে পৌঁছাতে হবে। সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেখানে কোনো পথসভা বা প্রতিমা নিয়ে যাওয়া যাবে না। সেদিনের জুমার নামাজ উপলক্ষেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
তিনি জানান, আজ থেকে সব পূজামণ্ডপেই পুলিশ মোতায়েন এবং সিসি ক্যামরো বসানো হচ্ছে। তাছাড়া ঢাকেশ্বরীর মতো গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে অস্থায়ী পুলিশ ক্যাম্প থাকবে। পথশোভাযাত্রার সামনে, পেছনে ও মাঝখানেও পুলিশ থাকবে। পাশাপাশি বড় বড় ভবন থেকেও নজরদারী করা হবে। সেই সঙ্গে থাকবে আর্চওয়ে গেট, হ্যান্ড মেটাল ডিটেকটর। প্রবেশ ও বহির্গমন পথ থাকবে আলাদা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন