রবিবার, জুন ২, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

ইসির নিরপেক্ষতার প্রমান চান কাদের সিদ্দিকী

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা আছে। আমাদের বিরুদ্ধে ঋণখেলাপীর অভিযোগ কখনোই ছিলনা আমরা কাগজ দিয়ে তা প্রমাণ করেছি। রিটার্নিং কর্মকর্তা তার দক্ষতার অভাবে আমাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। বিকেলে প্রমান হবে ইসি কতটা নিরপেক্ষরয়েছে।

রোববার প্রার্থিতা পেতে নির্বাচন কমিশনে (ইসি) শুনানিতে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এসব কথা বলেন। বিকেল ৫ টায় কাদের সিদ্দিকীর রায় দিবে নির্বাচন কমিশন ইসি।

প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহম্মদ শুনানি গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে অপর চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।

এসময় কাদের সিদ্দিকীর শুনানি শেষে তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর শুনানিও অনুষ্ঠিত হয়।

গত ১৩ অক্টোবর টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে তাদের দু’জনের মনোনয়নপত্র বাতিল করেন। এরপর গত শুক্রবার (১৬ অক্টোবর) এ দুই প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে শুকবার দুপুরে কাদের সিদ্দিকীর পক্ষে এ আপিল করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী।

আপিলের সঙ্গে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে দেওয়া বাংলাদেশ ব্যাংকের একটি কারণ দর্শানোর নোটিশও সংযুক্ত করা হয়। ওই নোটিশে কেন কাদের সিদ্দিকীর নাম ঋণখেলাপিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হলো, তা জানতে চাওয়া হয়।

প্রসঙ্গত, কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) নির্বাচন কমিশনে জানিয়েছে, কাদের সিদ্দিকীর প্রতিষ্ঠান সোনার বাংলা প্রকৌশলী সংস্থার নামে অগ্রণী ব্যাংকের ১০ কোটি ৮৮ লাখ টাকা ঋণ রয়েছে। কাদের সিদ্দিকী এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং নাসরিন কাদের সিদ্দিকী পরিচালক। ওই ঋণ খেলাপি হওয়ায় তাদের দু’জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এদিকে, মনোনয়ন পত্রের সঙ্গে দলীয় মনোনয়নের চিঠি না দেওয়ায় জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী সৈয়দ মোস্তাক হোসেনের মনোনয়ননপত্র বাতিল করা হয়। ১ শতাংশ ভোটারের সমর্থন যথাযথভাবে না থাকায় বাতিল করা হয় স্বতন্ত্র প্রার্থী আবদুল আলীমের মনোনয়নপত্র।

যাচাই-বাছাই করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী, কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী ও হাসমত আলী, জাতীয় পার্টির (মঞ্জু) সাদেক সিদ্দিকী, বিএনএফের আতাউর রহমান খান এবং এনপিপির ইমরুল কায়েসের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

সফলতা না আসা পর্যন্ত বিএনপির লড়াই চলবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যতদিন সফলতা নাবিস্তারিত পড়ুন

বিএনপির কর্মসূচি দমনে বেনজীর-আজিজ পুরস্কৃত হন: রিজভী

পুলিশের সাবেক মহাব্যবস্থাপক (আইজিপি) বেনজীর আহমেদ ও সেনাবাহিনীর সাবেক প্রধানবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সরকার টেকসই উন্নয়নে বিশ্বাস করে

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন সরকার সুষমবিস্তারিত পড়ুন

  • এমপি আনারের মূল হত্যাকারী আমানুল্লাই চরমপন্থি শিমুল ভূঁইয়া
  • ড. ইউনূসের জামিনের ৪ জুলাই পর্যন্ত মেয়াদ বাড়লো
  • সংসদ সদস্য নয়নের বিরুদ্ধে বক্তব্য ছিল কুরুচিপূর্ণ: বাক্কি বিল্লাহ
  • দেশটা এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল  
  • আওয়ামী লীগ ক্ষমতা দখল করে আরও হিংস্র হয়ে উঠেছে
  • চড়াই-উতরাই থাকবে হতাশ হবেন না: প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
  • দেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত : মির্জা ফখরুল
  • আওয়ামী লী‌গ ভিসানীতির পরোয়া করে না : ওবায়দুল কাদের
  • কমরেড রনো চির জাগরূক থাকবেন
  • বিএনপি আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা 
  • মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ