সৃজনশীল কাজে হাত দিন, ভুলে দায় আমার
শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় দু’টি বিভাগে ভাগ হলেও আমরা সবাই একটি শিক্ষা পরিবার। সবার লক্ষ্য সমগ্র জাতির শিক্ষা, জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করা। মিলেমিশে কাজ করুন। কাজের পরিধি ও মান বাড়ান, দ্রুত সেবা দিন। উদ্যোগী হয়ে নতুন নতুন সৃজনশীল কাজে হাত দিন, ভুল হলে দায় আমার। তবে উদ্দেশ্য অবশ্যই সৎ হতে হবে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে নবসৃষ্ট কারিগরি ও মাদরাসা বিভাগের প্রথম সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত মো. আলমগীরের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্ব ও কাজের পরিধি বিবেচনা করে দু’টি বিভাগে ভাগ করেছে। কারিগরি শিক্ষার পরিধি দিন দিন বাড়ছে, আরও বাড়াতে হবে। প্রয়োজনভিত্তিক দক্ষতা ও মান বাড়াতে হবে।
তিনি বলেন, শিক্ষা সরকারের অগ্রাধিকার খাত। আর কারিগরি খাত অগ্রাধিকারের অগ্রাধিকার। এ খাতকে শক্তিশালী, জোরালো ও গুরুত্বপূর্ণ করে তুলতে হবে।
এ সময় নবসৃষ্ট দু’টি বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠা, আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন ও কারিগরি ও মাদরাসা বিভাগের প্রথম সচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত মো. আলমগীর বক্তৃতা করেন।
এছাড়া অনুষ্ঠানে দু’বিভাগের সকল অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব, সিনিয়র সহকারী সচিব ও সকল দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
এইচএসসির ফল প্রকাশ মঙ্গলবার, জানা যাবে যেভাবে
মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করাবিস্তারিত পড়ুন
বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নতবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন