সেই ‘ছিনতাই’ হওয়া নববধূ বললেন, ‘প্রেম করেছি তবে বিয়ের কোন শর্ত ছিলোনা’

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বরের গাড়িবহর থেকে অপহরন হওয়া সেই নববধূ আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। এতে তিনি স্বীকার করেছেন, ‘মোফাজ্জলের সঙ্গে প্রেম থাকলেও বিয়ের কোনো শর্ত ছিল না। শেষের দিকে মোফাজ্জলের চারিত্রিক অধঃপতনের কারণে আমি দূরে সরে আসায় সে উত্ত্যক্ত করত। পরে বিয়ের দিন জোর করে উঠিয়ে নিয়ে যায়। গাজীপুরের একটি বাড়িতে আটকে রাখে।’
এ ছাড়াও জবানবন্দিতে তিনি আরও বলেন, সে আমাকে তুলে নিয়ে গিয়ে জোর করে একাধিকবার ধর্ষণ করেছে ও আমাকে নানাভাবে নির্যাতন করেছে।
গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে এ জবানবন্দি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন।
এর আগে রোববার রাতে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১-এর একটি দল গাজীপুরের কালীগঞ্জ থানাধীন জামালপুর মীরপাড়া থেকে মেয়েটিকে উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো মোফাজ্জল হোসেন (১৮), সুজন (২১) ও রুবেল (২৫)। তাদের কাছ থেকে নববধূর লুণ্ঠিত স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোনসেট ও ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
এদিকে মঙ্গলবার চাঁদনী রূপমের আদালতে গ্রেপ্তারকৃত তিনজনকে সাত দিন করে রিমান্ড চেয়ে পাঠানো হয়। পরে শুনানি শেষে মোফাজ্জলের তিন দিন ও অন্য দুজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন

আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন