সেই নবজাতককে রেখেই বাড়ি ফিরতে চান গর্ভধারিণী

বিজয় দিবসের রাতে গৌরীপুর উপজেলার একটি বিদ্যালয়ের বারান্দায় পুত্র সন্তান প্রসব করেন এক তরুণী। নিজের বাড়ি জেলার মুক্তাগাছা উপজেলায় বলে জানান তিনি। গভীর রাতে নদী ও জঙ্গল ঘেঁষা বিদ্যালয়ের বারান্দায় সন্তান প্রসবের পর শেয়ালের থাবা থেকে নবজাতকটিকে রক্ষা করে একটি কুকুর। আর সেই নবজাতককে গর্ভধারিণী মা কোলে তুলে নেননি বরং গর্ভধারিণী সেই তরুণী শিশুটিকে আশ্রয়দাতার বাড়িতে রেখেই মুক্তাগাছা উপজেলায় নিজের বাড়িতে ফিরে যেতে চান।
সোমবার তিনি বেশ কয়েকবার আশ্রয়দাতার বাড়ি থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। তবে ওই প্রসূতি পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় তাকে আশ্রয়দাতার বাড়ি থেকে যেতে দেওয়া হয়নি।
শুক্রবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের রাতে গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের নিজমাওহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় পুত্র সন্তান প্রসব করেন ওই তরুণী। নিজের বাড়ি জেলার মুক্তাগাছা উপজেলায় বললেও তিনি তার পরিচয় দেননি। গভীর রাতে নদী ও জঙ্গল ঘেঁষা বিদ্যালয়ের বারান্দায় সন্তান প্রসবের পর শেয়ালের থাবা থেকে নবজাতকটিকে রক্ষা করে একটি কুকুর।
শনিবার ভোরে স্থানীয় বাসিন্দা লাল মিয়া ঘটনাস্থলে গিয়ে দেখতে পান নবজাতক শিশু ও প্রসূতি মা বিদ্যালয়ের বারান্দার মেঝেতে পড়ে রয়েছেন। পরে স্থানীয় উকিলের মা নামে এক নারী নবজাতক ও প্রসূতি মাকে নিজের বাড়িতে আশ্রয় দেন। সেখানেই আছে মা ও শিশু। নবজাতকটির নাম রাখা হয় ‘বিজয়’।
সোমবার বিকেলে উকিলের বোন পারভীন আক্তার জানান, প্রসূতি এখনও পুরোপুরি সুস্থ নন; কিন্তু তিনি সন্তানকে রেখেই বাড়ি ফিরতে ব্যাকুল হয়ে উঠেছেন। সোমবার বেশ কয়েকবার চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার শারীরিক অবস্থা এখনও ভালো না হওয়ায় তাকে ছাড়া যাচ্ছে না। পারভীন বলেন, নবজাতক জন্ম দেওয়ার পর একবারের জন্যও তাকে কোলে নেননি মা। বুকের এক ফোঁটা দুধও দেননি।
এদিকে খবর পেয়ে গত রোববার গভীর রাতে এলাকায় ছুটে যান ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন। তিনি নবজাতক শিশুটির জন্য নতুন কাপড়, দুধ ও মায়ের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন

এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন

৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন