সেই পচা গম কোথায়?
জনস্বার্থ মামলার রায় বাস্তবায়নে অচলাবস্থা তুলে ধরতে ‘পচা গমের’ উদাহরণ টানলেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন।
গতকাল শনিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সিআরপির প্রতিষ্ঠাতা ড. ভেলরি টেইলরকে পুরস্কার ও সম্মাননা প্রদানে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, সুপ্রিমকোর্টে অনেক রায় হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। বিশেষ করে জনস্বার্থ-সংশ্লিষ্ট মামলার রায়গুলো।
চলতি বছর ব্রাজিল থেকে চারশ কোটি টাকা ব্যয়ে দুই লাখ পাঁচ হাজার ১২৮ মেট্রিক টন গম আমদানি করে খাদ্য মন্ত্রণালয়। তবে আমদানি করা ওই গম ‘পচা ও পোকাযুক্ত’ মর্মে একাধিক দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। পুলিশ, বিজিবি, আনসার, জেলখানা, ডিলার ও আটাকলের পাশাপাশি টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচিতেও তা বিতরণ হয়। ওই গম নিয়ে আপত্তি তোলে পুলিশ।
সম্প্রতি আমি জনস্বার্থ-সংশ্লিষ্ট একটা মামলা করেছি পচা গমের। হাইকোর্ট রায় দিয়েছেন যে এই পচা, পোকাযুক্ত গম জোর করে কাউকে খাওয়ানো যাবে না এবং যারা এগুলো বিতরণ করছে তারা ফেরত নিতে বাধ্য থাকবে। আপিল বিভাগেও এই রায় বহাল রাখা হয়েছে। কিন্তু পচা গমগুলো কোথায় গেছে, আজ পর্যন্ত কেউ জানে না।
এ বিষয়ে গত জুনে হাই কোর্টের রুলের জবাবে খাদ্য অধিদপ্তর ওই গম ‘খাওয়ার উপযোগী’ বলে দাবি করে। এ প্রসঙ্গে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জাতীয় সংসদে বলে ছিলেন, গমের মান নিয়ে তিনি ‘স্যাটিসফায়েড’।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন