সেই বাঘ-ছাগলের বিচ্ছেদ!
অবশেষে সেই বাঘ আর ছাগলের সম্পর্ক ছিন্ন হয়ে গেলো। রাশিয়ার মস্কোর সাফারি পার্ক কর্তৃপক্ষ তাদের আলাদা করে দিয়েছে। দুজনের মধ্যে ঝগড়া হওয়ায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
এনডিটিভির এক খবরে বলা হয়েছে, গত সপ্তাহে নিজেদের মধ্যে এক লড়াইয়ের পর সাইবেরিয়ান বাঘ আমুর আর ছাগল তিমুরকে আলাদা করে দেয় সাফারিপার্ক কর্তৃপক্ষ। আর তাদের সেই শেষ লড়াইয়ের ভিডিওটিও ব্যাপক সাড়া ফেলেছে ইন্টারনেটে।
ইউটিউবে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল আমুর আর তিমুর। এ সময় তারা খুনসুটিতে মেতে ছিল। খুনসুটির এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া বেধে যায়।
আমুর আর তিমুরের ঝগড়ার বিষয়ে সাফারি পার্কটির সাধারণ পরিচালক দিমিত্রি মেজেনস্তেভ বলেন, ‘তিমুর তার সব সীমা অতিক্রম করে গেছে। সে আমুরকে তার ক্ষুর দিয়ে, শিং দিয়ে আঘাত করেছে। তিমুর তার শিং দিয়ে আমুরের শরীরে আঘাত করেছে এবং পা দিয়ে লাথি দিয়েছে।’
‘এরপরই আমুর (বাঘ) তিমুরের ঘাড় কামড়ে ধরে এবং তাকে একটা বিড়ালের বাচ্চার মতো ছুড়ে ফেলে দেয়। সে কিন্তু তাকে আক্রমণ করেনি, মনে হলো সে যেন সামন্য একটা শিক্ষা দিতে চেয়েছিল তিমুরকে।’
পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আমুরকে কতগুলো জীবন্ত খরগোস এনে দেয়, যা সে মেরে ফেলে এবং খেয়ে ফেলে।
প্রায় দুই মাস আগে রাশিয়ার একটি সাফারি পার্কে আমুর নামের একটি বাঘকে খাবার হিসেবে দেয়া হয়েছিল একটি জ্যান্ত ছাগল। কিন্তু ওই ছাগলকে না খেয়ে বাঘটি তার সঙ্গে বন্ধুত্ব হয়। এমনকি বন্ধু ছাগলের জন্য নিজের ঘুমানোর জায়গাটিও ছেড়ে দেয় বাঘটি।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন