সেই বৌদ্ধ সন্ন্যাসীর মমিটি তিনশো বছরের পুরনো
চলতি বছরের জানুয়ারিতে বহু পুরনো এক বৌদ্ধ সন্ন্যাসীর মমির খোঁজ মিলেছিল মঙ্গোলিয়ায়। তখন আন্দাজ করা হয়েছিল সেই মমিটি দুশো বছরের পুরনো। কিন্তু মমি বিষয়ক এক ওয়েবসাইট সূত্রে খবর, সেই বৌদ্ধ সন্ন্যাসীর মমিটি দুশো নয়, তিনশো বছরের পুরনো। মমিটিতে ওই বৌদ্ধ সন্ন্যাসীকে পদ্মাসনে ধ্যান অবস্থায় দেখা যায়।
অপরিচিত এই বৌদ্ধ সন্ন্যাসী দীর্ঘদিন ধরে ধ্যানমগ্নে ছিলেন। ওই অবস্থায় তাঁর মৃত্যু হয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এমন ধ্যানমগ্ন অবস্থায় মমি দেখা গিয়েছিল বুরিয়াত বৌদ্ধ লামা দাশি-দোরজহো ইতিজলভকে। পৃথিবীতে ধ্যানমগ্ন অবস্থায় খুব কম মানুষ সমাধিস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এই অপরিচিত বৌদ্ধ সন্ন্যাসীর মমি সেই ইতিহাসেরই সাক্ষী হয়ে রইল।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন