শ্রাবনীর আত্মহত্যা
সেই শিক্ষককে বরখাস্ত, শিক্ষিকাকে শোকজ
নারায়ণগঞ্জ শহরের গণবিদ্যা নিকেতন স্কুলে চপেটাঘাতের অপমান সহ্য করতে না পেরে নবম শ্রেণীর ছাত্রী উম্মে হাবিবা শ্রাবনীর (১৫) আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত ও শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে বিকেল ৫টায় উম্মে হাবিবা শ্রাবনীর বাসায় পরিদর্শনে গিয়ে তালা লাগানো থাকায় ফিরে আসেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম ও সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফরোজা আক্তার চৌধুরী।
তারা জানান, শ্রাবনীর পরিবারকে আইনগতভাবে সব ধরণের সহযোগিতা করা হবে।
উম্মে হাবিবা শ্রাবনী গণবিদ্যা নিকেতন স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের দ্বিতীয় স্থান অধিকারী মেধাবী ছাত্রী। সে শহরের নিতাইগঞ্জ ছালাপট্টি এলাকার মো. হাবিবউল্লাহর মেয়ে। তার মা সেতারা বেগম শহরের ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সংলগ্ন মাতৃসদনের নার্স।
গণবিদ্যা স্কুলের অভিভাবক সদস্য আনোয়ার হোসেন ভূইয়া বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক ঘণ্টার সভায় ম্যানেজিং কমিটির সব সদস্যের সম্মতিতে প্রাথমিক ভাবে খণ্ডকালীন শিক্ষক কামরুল হাসান মুন্নাকে বরখাস্ত করা হয়েছে। সেই সাথে পরীক্ষা চলাকালীন পরিদর্শক ও স্কুলের শিক্ষিকা নাসরিন বেগমকে ঘটনার কারণ লিখিত আকারে জমা দিতে ৩ দিনের সময় দেয়া হয়েছে।
অভিভাবক সদস্য আনোয়ার হোসেন আরো বলেন, ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলা না করা আর আদালতের কোনো সিদ্ধান্ত না থাকায় শিক্ষক কামরুল ও শিক্ষিকা নাসরিন বেগমকে দোষী বলতে পারা যায় না। তবে ঘটনার দিন যা ঘটেছে তার ওপর ভিত্তি করে প্রাথমিক ব্যবস্থা নেয়া হয়েছে।
গণবিদ্যা নিকেতনের ম্যানেজিং কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন মুকুল বলেন, পরিবারের পক্ষ থেকে তেমন কোনো অভিযোগ না দেয়ায় ও ছাত্রীর লিখে যাওয়া চিঠির ওপর ভিত্তি করে কামরুল হাসান মুন্নাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও শিক্ষিকা নাসরিন বেগমকে ওইদিনের ঘটনা লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। ওই ছাত্রীর পরিবারের লোকজন গ্রামের বাড়িতে থাকায় কয়েকদিন পর অনুষ্ঠানিক ভাবে স্কুলে শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও ওই পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে কামরুল হাসান মুন্নাকে চাকরিচ্যুত করা হবে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মালেক জানান, শ্রাবণীর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। যদি পরিবারের লোকজন কোনো অভিযোগ করে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
গণবিদ্যা নিকেতনের ম্যানিজিং কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন মুকুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক এমএ কাইয়ুম, শিক্ষক প্রতিনিধি মাওলানা মাঈনুদ্দিন, মজিবুর রহমান ভূঁইয়া, নারী শিক্ষিকা প্রতিনিধি জাহানারা বেগম, অভিভাকক সদস্য মো. আরজু আহমেদ, নুরুল ইসলাম, সদস্য শফি হোসেন মোল্লা, হেনা খাঁন, জানে আলম প্রমুখ।
প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর শহরের গণবিদ্যা নিকেতন বার্ষিক পরীক্ষার অংশ হিসেবে পদার্থ বিজ্ঞান পরীক্ষায় অংশগ্রহণ করে উম্মে হাবিবা শ্রাবনী। পরীক্ষা চলাকালীন অসদুপায় (নকল) অবলম্বনের অভিযোগে পরিদর্শক নাসরিন বেগম নিজে শ্রাবনীকে আটক করে স্কুলের প্রধান শিক্ষক এম এ কাইয়ুমের কাছে নিয়ে যান। এসময় ওই কক্ষে থাকা স্কুলের খণ্ডকালীন শিক্ষক কামরুল হাসান মুন্না শ্রাবনীকে উপুর্যপরি চড়থাপ্পড় মারেন এবং গালমন্দ করে পরিবারের কাছে অভিযোগ করার কথা বলেন। ওইদিনের পরীক্ষা থেকে তাকে বহিষ্কার করা হয়। এ অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করে শ্রাবনীর পরিবারের সদস্যরা। এছাড়াও আত্মহত্যার কারণ হিসেবে স্কুলের শিক্ষিকা নাসরিন বেগম ও খণ্ডকালীন শিক্ষক কামরুল হাসান মুন্নার নাম উল্লেখ করে চিরকুট লিখে যায়।
পরদিন ১১ ডিসেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আত্মহনকারী উম্মে হাবিবা শ্রাবনীর ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন
আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন