সেই শিশুটি এখন কেমন আছে?
রাজধানীর বেইলী রোডে ছয় তলা ভবন থেকে ফেলে দেয়া নবজাতকটি সুস্থ আছে। তাকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকালের চেয়ে নবজাতকটির অবস্থার উন্নতি হয়েছে। তার অবস্থা অনেকটাই আশঙ্কামুক্ত।
শিশুটিকে উদ্ধার করেছিলেন রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম। তিনি জানান, ঘটনার পরই নবজাতকের মাকে নিয়ে আসেন তারা। কিন্তু শারীরিক অবস্থা ভালো না হওয়ায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে।
আমিনুল ইসলাম বলেন,শিশুটির মায়ের কাছে তারা জানার চেষ্টা করছেন কেন এবং কীভাবে বাচ্চাটি ওপর থেকে পড়েছে। তাকে কে ফেলে দিয়েছে এবং কেন এই কাজ করেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়ার পরই আইনি ব্যবস্থা নেয়া হবে। ।
বেইলী রোডের ২৬ নম্বর প্রোপার্টিজ ম্যানশনের ষষ্ঠ তলায় আজমল হক ও ফিরোজা হকের বাসায় নয় বছর ধরে গৃহকর্মী হিসেবে কাজ করছেন শিশুটির মা। মাস দশেক আগে কুমিল্লায় বড় বোনের বাসায় বেড়াতে গেলে সেখানে ধর্ষণের শিকার হন বলে দাবি করেছেন তার চাকরিদাতা। তিনি গর্ভবতী হয়ে পড়লেও এ কথা কাউকে জানতে দেননি বলেও দাবি করা হয়।
শিশুটির জন্মের পরই জানাজানি হওয়ার ভয়ে নবজাতককে ছয় তলার ওপর থেকে নিচে ফেলে দেয়া হয়। কিন্তু বাচ্চাটি দ্বিতীয় তলার কার্নিশে আটকে যায়।
রমনা থানার পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তারা নবজাতককে উদ্ধার করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রাজধানীতে আনসার ব্যাটালিয়ন মোতায়েন
ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় ১৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনবিস্তারিত পড়ুন
ঢাবি বন্ধের সিদ্ধান্তে শিক্ষার্থীদের হল ত্যাগে ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হল ছেড়ে যাওয়ায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ২৩
রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ছাত্রলীগ, শিক্ষার্থী, মহিলা আওয়ামী লীগবিস্তারিত পড়ুন