‘সেক্সটিং’ ক্ষতিকর নয়, বিশ্বাস এক-তৃতীয়াংশের
মোবাইল ফোনে যৌন উত্তেজক ছবি ও বার্তা বিনিময় বা ‘সেক্সটিং’ করাকে ক্ষতিকর বিষয় নয় বলেই মনে করে এক-তৃতীয়াংশ ব্রিটিশ। সম্প্রতি গবেষকরা এক জরিপে এ বিষয়টি জানতে পেরেছেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইনডিপেনডেন্ট।
সেক্সটিং বিষয়ে ব্রিটিশদের ধারণা বেশ উদার বলেই দেখা গেছে এ জরিপে। কারণ তাদের সঙ্গী নয় বরং অন্য কোনো ব্যক্তির কাছে যৌন উত্তেজক ছবি বা বার্তা পাঠানোকেও প্রায় ৩৫ শতাংশ ব্যক্তি দোষের কিছু নেই বলে মনে করেন।
এ জরিপে ২১৫০ জন পুরুষ ও নারীকে অন্তর্ভুক্ত করা হয়। অনলাইনের মাধ্যমে তাদের এ মতামত গ্রহণ করা হয়। এ ক্ষেত্রে তাদের প্রশ্ন করা হয় যে, যৌন উত্তেজক ছবি বা বার্তা সঙ্গী ছাড়া অন্যদের পাঠানো ব্যাভিচার কি না?
প্রতি দশজনে একজন উত্তরদাতা জানান, সেক্সটিং বাস্তবে শুধু ‘মজা করার বিষয়’। অন্যদিকে ৬২ শতাংশ উত্তরদাতা বলেন যৌন উত্তেজক লেখা পাঠানোর বদলে ছবি পাঠানো কম গ্রহণযোগ্য।
প্রায় আট শতাংশ উত্তরদাতা স্বীকার করেন যে, তারা তৃতীয় পক্ষের কাছে ‘সেক্সটিং’ করেছেন। তাদের মধ্যে এক-তৃতীয়াংশ গত এক বছরের মধ্যে এ কাজ করেছেন এবং এক-তৃতীয়াংশ বলেন তারা বিষয়টি আরও কিছুটা এগিয়েছিলেন। যার মধ্যে ছিল যৌনতার মতো বিষয়।
এ বিষয়ে জরিপটি করছে স্ল্যাটার অ্যান্ড গর্ডন নামে একটি আইনি প্রতিষ্ঠান। এতে পুরুষ ও নারীর বিষয়টির প্রতি দৃষ্টিভঙ্গিও উঠে এসেছে। নারীদের মাঝে ৪৯ শতাংশ ও পুরুষদের মধ্যে ৩৪ শতাংশ সেক্সটিংকে সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসভঙ্গ মনে করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন