সেখানে জঙ্গি আস্তানা, মানতে কষ্ট হচ্ছে স্থানীয়দের
নারায়ণগঞ্জের পাইকপাড়ায় বড় কবরস্থান সংলগ্ন দেওয়ান বাড়িতে রাজধানীর গুলশান ও শোলাকিয়া হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ জঙ্গিরা আস্তানা বানিয়েছিল, সেটা বিশাস করতে পারছেন না স্থানীয়রা। তারা বলছেন, অভিযান চালানোর আগে আমরা কখনও কল্পনাও করিনি এখানে জঙ্গিরা আস্তানা বানিয়েছে।
শনিবার বিকেলে ওই এলাকার কয়েকজন ব্যাক্তি এসব কথা বলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, গতকাল রাত থেকেই পুলিশ এখানে অবস্থান নেয়। তারপরে বুঝলাম এখানে কিছু একটা হয়েছে। তবে এমন ঘটনা হবে তা ভাবিনি।
তারা বলেন, আমরা তাদেরকে এলাকায় তেমন দেখিনি। তাই এ বিষয়ে ভাবতেও পারিনি। এ অভিযান না হলে আমরা বুঝতেই পারতাম না এখানে তারা আস্তানা বানিয়েছিল।
তারা জানান, অভিযান চালানোর আগে থেকে শুরু করে অভিযান চালানোর কয়েকঘন্টা পরও তারা কেউই বাড়ি থেকে বের হননি। প্রতিটি মোড়ে-মোড়ে অবস্থান নেয় পুলিশ।
এদিকে বাড়িটির মালিক সম্পর্কে স্থানীয়রা জানান, বাড়ির মালিকের নাম নুরুদ্দিন দেওয়ান। তিনি ধীর্ঘদিন ধরে জাপান ছিলেন। তার স্ত্রীর নাম রুনা। স্ত্রী রুনা এবং তিন ছেলে ও এক মেয়ে নিয়ে বাড়িটিতে থাকেন নুরুদ্দিন দেওয়ান।
নুরুদ্দিন দেওয়ান সম্পর্কে এলাকাবাসী আরও জানান, তিনি অনেক ধার্মিক ব্যক্তি। ৫ ওয়াক্ত নামাজ পড়তেন। কারো সাথে ঝগড়া-বিবাধও ছিল না তার, অনেকটা সরল-সহজ মানুষ। কোনো রাজনৈতিক দলের সাথেও সম্পর্ক ছিল না নুরুদ্দিনের।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জে জেএমবির দুই সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময়ে গ্রেফতার নিষিদ্ধবিস্তারিত পড়ুন
আড়াইহাজারে চেয়ারম্যান প্রার্থী শাহজালালের ভোট বর্জন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম, জাল ভোট, কেন্দ্রে এজেন্টবিস্তারিত পড়ুন