সেনাবাহিনীর তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি বিএনিপর
ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, পিলখানা সদর দপ্তরে সেদিনের নারকীয় হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্তই হয়নি। ওই সময়ের কোয়ার্টার মাস্টার জেনারেল জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তদন্ত কমিটির প্রতিবেদনটি আজও প্রকাশ করা হয়নি।
বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় সেনাবাহিনীর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের দাবি জানান তিনি।
শনিবার বিকালে এক আলোচনা সভায় দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ এই দাবি জানান।
সশস্ত্র বাহিনীর মনোবল ধ্বংস করতে পরিকল্পিতভাবে ওই হত্যাকাণ্ড ঘটানো হয় অভিযোগ করে হাফিজ বলেন, ‘দেশি-বিদেশি ব্যক্তিবর্গ ওই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। বিচারের নামে একটি প্রহসন চলছে, মূল হোতারা পর্দার অন্তরালেই রয়ে গিয়েছে।’
হাফিজ বলেন, ‘ওই হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন, তারা সেনাবাহিনীর দক্ষ ও কৃতি অফিসার ছিলেন। গুলজার নামে একজন অফিসার যিনি র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) মধ্যে জীবন সঞ্চার করেছিলেন; অপরাধীদের দমন করে দেশজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন।’
তিনি আরো বলেন, ‘যারা ষড়যন্ত্র করেছে তারা জানে, এ ধরনের হত্যাকাণ্ডের ফলে অনেক দুর্বল মানুষ সেনাবাহিনী ছেড়ে চলে যাবে, সব সময় তারা আতঙ্কে থাকবে এবং দেশের প্রতি তাদের কর্তব্য পালনের তারা সক্ষম হবে না।’
বিডিআর হত্যার সুষ্ঠু তদন্ত দাবির পাশাপাশি নিহতদের পরিবারকে সরকারের তরফ থেকে আরো সাহায্য-সহযোগিতা দেওয়ার আহ্বান জানান তিনি।
হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন ও আলতাফ হোসেন চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান বক্তব্য রাখেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন