সেনা মোতায়েনের পরিস্থিতি হয়নি : সিইসি

পৌরসভা নির্বাচনে এখনো পর্যন্ত সেনা মোতায়েনের পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শেরে বাংলা নগরে নির্বাচন কমিশনের কার্যালয়ে সিইসি এ কথা বলেন।
নির্বাচনে বিএনপির সেনা মোতাযেনের দাবি সম্পর্কে সিইসি বলেন, ‘গণমাম্যমে যে খবর প্রচার হচ্ছে তাতে এখনো পর্যন্ত এ নির্বাচনে সেনা মোতায়েনের পরিস্থিতি তৈরি হয়নি।’
নির্বাচনে সবার জন্য সমান সুযোগের (লেভেল প্লেয়িং ফিল্ড) সম্পর্কে কাজী রকিব বলেন, ‘আমরা তো দেখছি প্রার্থীরা স্বাচ্ছন্দ্যভাবে প্রচারণা চালাচ্ছে। তারপরও কোথাও কোনো সমস্যা হলে রিটার্নিং কর্মকর্তারা ব্যবস্থা নিচ্ছেন। কি ব্যবস্থা নিচ্ছে তার প্রতিবেদন প্রতিদিন আমাদের কাছে আসছে। আবার কেউ ব্যবস্থা নিচ্ছে না জানতে পারলে আমরা তাদের জানানোর জন্য নির্দেশনা পাঠাচ্ছি।,
সিইসি আরো বলেন, ‘আমরা কিন্তু খুব খেয়াল রাখছি। কোথাও কোনো অনিয়ম হলে রিটানিং কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাচ্ছি, কৈফিয়ত চাচ্ছি। কেউ দায়িত্বে ব্যর্থ হলে তাকে সেখান থেকে প্রত্যাহার করে নিচ্ছি।’
এর আগে এদিনই সিইসির সঙ্গে বৈঠকে ভোটগ্রহণের দিন সেনা মোতায়েনের দাবি জানায় বিএনপির একটি প্রতিনিধিদল।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন