সেলফি তুলতে গিয়ে হাঁসের মর্মান্তিক মৃত্যু!
সেলফি তুলতে যেয়ে মানুষ কোথায় কোথায় চলে যাচ্ছে তা সে নিজেই জানে না। যেন সে নিজের বোধশক্তির মাঝে নেই। কখনও উঁচু পাহাড়ে, কখনও বা দালানে, কখনও সাপের সাথে, কখনও বা শূন্যে সকল স্থানে ছড়িয়ে বেড়াচ্ছে সেলফির উত্তাপ।
এই সেলফির কারণে মানুষ নিজের সাথে সাথে অন্য প্রাণীর জীবনও হুমকির মুখে ফেলে দিচ্ছেন। এবার সেই সেলফির কারণে মর্মান্তিক মৃত্যু হল এক হাঁসের। একজন পর্যটক মারচেডনিয়ার একটি সমুদ্র সৈকতে হাঁসের সাথে সেলফি তোলার জন্য তাকে কিনারায় নিয়ে আসেন।
সেই মহিলাটি হাঁসের ডানা ধরে এলোপাথাড়ি টানতে থাকেন। তারপর সেই হাঁসের সাথে ছবি তুলে হাঁসটিকে ওখানে ফেলে চলে আসেন।
মারচেডনিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, তখন থেকে হাঁস ঐ স্থানে মুখ থুবড়ে পড়ে থাকে। এই একইরকম ঘটনা গতমাসে আর্জেন্টিনায় ঘটেছিল। যখন অনেক পর্যটক একসাথে ডলফিনের সাথে সেলফি তুলতে গিয়েছিলেন। তারপর সেই ডলফিনের মৃত্যু হয়। কিন্তু পরবর্তীতে ফটোগ্রাফার এই মৃত্যুর দায়ভার নিতে অস্বীকৃতি জানান।–সুত্র: মেট্রো।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন