শনিবার, জুলাই ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেলফি তোলা এবং ঠাণ্ডা মাথায় ভয়ংকর খুনের গল্প

প্রেমিকাকে নিয়ে ঘুরতে গেলেন প্রেমিক।ঘুরতে গিয়ে দু’জনে মিলে সেলফি তোলা। তার পর প্রেমিকার গলা কেটে খুন করা। শুধু তাই নয়, খুন করার পর সেলফির ছবিকে সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপের প্রোফাইলে দেওয়া। সব মিলিয়ে একদম পরিকল্পিত ভাবে খুন। একদম ঠান্ডা মাথায় খুন এটি।

ভারতের উত্তর প্রদেশের দেহরাদূনে এরকমই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা গেছে, অভিযুক্ত প্রেমিকের নাম আশিস কুমার (২৭)। পুলিশ জানিয়েছে, গুরপ্রীত কাউর (৩০) নামে এক নারীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে আশিসের। গুরপ্রীত ও তার স্বামী গুরজিত আশিসের বাড়িতেই ভাড়া থাকতেন পাঁচ বছর ধরে। গুরপ্রীতের স্বামী এক জন ব্যসায়ী। সে কারণে সব সময়ই তাকে বাড়ির বাইরে যেতে হতো। এর মধ্যেই বাড়ির মালিকের ছেলে আশিসের সঙ্গে তার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। মাস দুয়েক আগে গুরপ্রীতরা দেহরাদূনের রেস্ট ক্যাম্প এলাকায় চলে যান। সেখান থেকেই বাধে বিপত্তি।

গত শনিবার প্রেম নগরের একটি চা বাগানে গুরপ্রীতকে নিয়ে যান আশিস। সেখানে বেশ কিছু ক্ষণ সময় কাটান দু’জনে। তাদের মধ্যে কথাবার্তাও হয়। আশিস গুরপ্রীতকে নিয়ে তার মোবাইলে ফোনে সেলফিও তোলেন। গুরপ্রীত ঘুণাক্ষরেও টের পাননি তার কী হতে চলেছে। হাসতা হাসতে গুরপ্রীতকে হাঠাৎ শ্বাসরোধ করে মারার চেষ্টা করেন আশিস। মৃত্যু নিশ্চিত করতে পকেট থেকে ধারাল ছুরি বের করে গুরপ্রীতের গলায় চালিয়ে দেন তিনি। গুরপ্রীতের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দৌড়ে আসেন। তাদের আসতে দেখে গুরপ্রীতকে ফেলে রেখে পালান আশিস। গুরপ্রীতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার পর আশিসের খোঁজে তল্লাশি চালায় দেহরাদূন পুলিশ। মুসৌরির একটি হোটেলের ঘর থেকে হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করা হয় আশিসকে। এক পুলিশকর্মীর কথায়, ‘ঠিক সময়ে না পৌঁছলে ছেলেটি মরে যেত। প্রচুর রক্তপাত হয়েছে।’

হোটেলের কর্মীরা এই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন। তারা জানিয়েছেন, ছেলেটিকে দেখে বোঝাই যায়নি যে সে খুন করে এসেছে। হোটেল ভাড়া নেওয়ার সময় বেশ হাসিখুশি ছিল।

অন্য দিকে, হাসপাতালের বেডে শুয়ে আশিস বলেন, ‘এই কাজের জন্য মোটেই অনুতপ্ত নই। বেঁচে আছি এটাই আমার বিরক্তি। আমার মরে যাওয়াই উচিত ছিল।’

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সন্দেহের বশেই গুরপ্রীতকে খুন করেছেন আশিস। তার ধারণা ছিল গুরপ্রীতের সঙ্গে আরও অনেকের সম্পর্ক রয়েছে। পুলিশ জানিয়েছে, হাসপাতাল থেকে ছাড়া পেলেই আশিসকে গ্রেফতার করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো

সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের