শনিবার, জানুয়ারি ১১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সে মুসলিম আর আমি হিন্দু, এখন কি করবো আপু

আমি দেশের বাইরে থাকি অনেক বছর। পড়াশোনা আর জব ভালোই যাচ্ছে, এই দিক দিয়ে সব ঠিক। কিন্তু মানুষ হিসেবে আমি অনেক দুঃখী। গত মার্চে ফেসবুকের মাধ্যমে (খুব বুদ্ধিমতী, ভদ্র, একজন ভালো মেয়ে যাকে বলা যাই তেমন) একটি মেয়ের সাথে পরিচয়, তারপর কথা বলা হয়। সে এমবিএ করছে। সে মুসলিম আর আমি হিন্দু এই একটা জায়গা ছাড়া সব জায়গায় আমাদের মিল। খুব অনুভব করি দুজন দুজনকে।

আমি অনেক ভালোবেসে ফেলেছি ওকে। আমি জানি সেও আমাকে ভালোবাসে কিন্তু মুখে স্বীকার করেনা। সে পুর্নাঙ্গ রুপে ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে চলে, নামাজ পড়ে, তাই চায় না এই সম্পর্কে জড়াতে। আমি কী করবো? অনেক স্বপ্ন বোনা হয়ে গেছে। কীভাবে ভাঙি আর কীভাবে ভুলি ভালোবাসাকে? ও চায় আমি মুসলিম হই। কিন্তু আমার পরিবারের সবাই খুব শিক্ষিত। ও ঘরের ছোট আর আমি বড়। আমার মন বলে ও তোমার জন্য পারফেক্ট, ওর মাঝে এমন কিছু আছে যা তুমি হারালে আর পাবেনা। জব থেকে এসে আমি খুব একা ফিল করি আর অঝোরে কান্না করি।

ওকে বলেছিলাম আমি বিদেশে নিয়ে আসবো। সে বিদেশ পছন্দ করেনা আর এভাবে আসতে চায়না। তার কাছেও তার পরিবার আর ধর্ম অনেক বড়, যা আজকাল খুব কম দেখা যায়, কী করবো আমি? জানিনা কোনদিন তার সাথে আমার সামনা সামনি দেখা হবে কিনা। আমি কদিন পর দেশে আসবো। খুব দেখতে ইচ্ছে করে ওকে। ইচ্ছে করে জড়িয়ে ধরে বলি আমি তোমাকে ভালোবাসি, তুমি শুধু আমার। আমরা মানুষ। ধর্ম ধর্মের জায়গায় থাক। শুধু মনটা খারাপ হয়ে থাকে আর আমি কাঁদি।

কাউকে বুঝাতে না পেরে মনের কথাগুলো নিজের মাঝে নিজে যেন হারিয়ে যাচ্ছি। স্বপ্নগুলো কেন এত জটিল হয়? আমি কী করবো এখন?

পরামর্শঃ
দেখুন ভাই, মানুষ হিসাবে আমাদের সমাজেই বাঁচতে হয়। আর সমাজে বাঁচতে গিয়ে অনেক সমঝোতাই আমাদের করতে হয়। এবং হ্যাঁ, বাস্তবতা আসলে খুব কঠিন। আপনার চিঠি পড়ে আপনার পরিস্থিতি যা বুঝলাম, সেটা বুঝে আমার মনে হয় এই মেয়েটির ভাবনা আপনার ছেড়ে দেয়াই উচি এবং আপনি অহেতুক এত আবেগপ্রবণ হচ্ছে যা না হওয়াটাই উচিত। রাগ হচ্ছে খুব আমার কথা শুনে? তাহলে বুঝিয়ে বলছি। একটু মন দিয়ে পড়বেন।

প্রথমত, মেয়েটির সাথে আপনার এখনো দেখা হয়নি বা বাস্তবে আপনি তাঁকে চেনেন না। বাস্তবের মানুষ আর ফেসবুকের মানুষের মাঝে আসলে অহরহ আকাশ পাতাল পার্থক্য হয়ে থাকে। আপনি যেহেতু বিদেশে একে থাকেন, একটি ভালো মেয়ের সঙ্গ আসলে আপনাকে খুব প্রভাবিত করেছে। যদি দেশে থাকতেন, এতটা প্রভাবিত করতো না। নিঃসঙ্গ জীবনে আমরা সবাই সঙ্গী খুঁজি আর যাকে পাই আঁকড়ে ধরি। আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। তাই এই ব্যাপারটা নিয়ে প্লিজ অতি আবেগী হবেন না। আপনি যাকে ভালোবাসা ভাবছেন, সেটার মাঝে মোহ আর আবেগের পরিমাণই বেশি ভাই।

দ্বিতীয়ত, আপনি একা একা স্বপ্ন বুনে কী হবে বলুন? মেয়েটি তো আপনাকে নিয়ে স্বপ্ন বুনছে না। মেয়েটি তো আপনাকে কখনো বলেনি যে ভালোবাসে, পুরোটাই আপনার ধারণা। ভালোবাসা তো এক তরফা হয় না রে ভাই। ভালোবাসার স্বপ্নও এক তরফা দেখা যায় না। তাই নিজেকে আর স্বপ্ন দেখে কষ্ট দিয়েন না।

তৃতীয়ত, আপনি নিজেই বললেন যে মেয়েটির কাছে নিজের ধর্ম ও পরিবার অনেক বড়। একটু খেয়াল করে দেখুন, আপনি যেমন পরিবারে বিপক্ষে গিয়ে মেয়েটিকে নিজের কাছে নিয়ে আসতে চেয়েছেন, মেয়েটি কিন্তু সেটা আসতে রাজি হয়নি। এর অর্থ কী? তাঁর কাছে নিজের বর্তমান জীবন বেশি প্রিয়। অন্যদিকে সে বিদেশ পছন্দ করে না আর আপনি বিদেশেই থাকেন। আবার সে চায় আপনি মুসলিম হয়ে যান, যেটা আপনার পক্ষে অসম্ভব। মেয়েটি যেহেতু বেশ ধার্মিক, কোন ভাবে বিয়ে হয়ে গেলেও এই ধর্ম নিয়ে কিন্তু পদে পদে দ্বন্দ্ব হবে। যতই বলুন সবদিকে মিল, আসলে কিন্তু অমিলের অভাব নেই। এত অমিল নিয়ে তো জীবন কাটবে নারে ভাই।

মেয়েটির সাথে যেহেতু দেখা হয়নি, দেখা না হওয়াই ভালো। আপনার জন্য ভালো আর তাঁর জন্যও ভালো। সবকিছু একটি সুন্দর স্বপ্ন ভেবে ভুলে যান। তবে মেয়েটিকে শেষ একবার জিজ্ঞাসা করে নিতে ভুলবেন না যে সে আপনাকে ভালোবাসে কি বাসে না। সবার ওপরে মানব ধর্ম, কথাটা সত্য ভাই। কিন্তু কেবল ফেসবুকে কথা আর পরিচয়ে বিয়ের কথাটা ভাবা আসলে বোকামি…

এই সংক্রান্ত আরো সংবাদ

চা কন্যা খায়রুন ইতিহাস গড়লেন  

চা শ্রমিকদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়ে সব মহলেই পরিচিত হবিগঞ্জেরবিস্তারিত পড়ুন

চার্জ গঠন বাতিল চেয়ে রিট করবেন ড. ইউনূস

 শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.বিস্তারিত পড়ুন

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

  • স্বাধীনতার জন্য সিরাজুল আলম খান জীবন যৌবন উৎসর্গ করেছিল
  • ৫৩ বীর মুক্তিযোদ্ধাসহ ১০৬ জনকে সম্মাননা দিল ‘আমরা একাত্তর’
  • হাতিয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দি
  • ৫৭ বছর বয়সে এসএসসি পাস করলেন পুলিশ সদস্য
  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
  • চলে গেলেন হায়দার আকবর খান রনো
  • গফরগাঁওয়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক শামছুন নাহার
  • ‘ও আল্লাহ আমার ইকবালরে কই নিয়ে গেলা’
  • ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর
  • কঠিন রোগে ভুগছেন হিনা খান, চাইলেন ভক্তদের সাহায্য
  • কান্না জড়িত কন্ঠে কুড়িগ্রামে পুলিশের ট্রেইনি কনস্টেবল
  • অজানা গল্পঃ গহীন অরণ্যে এক সংগ্রামী নারী