সৈয়দ আশরাফের আসনে নৌকা ডুবিয়ে ধানের শীষের জয়
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে হারিয়ে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম মবিন জয়লাভ করেছেন।
সোমবার সন্ধ্যায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল ৪৯টি কেন্দ্রের সব কটির ফলাফল পাওয়ার পর বেসরকারিভাবে জহিরুল ইসলাম মবিনকে বিজয়ী ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফলে জহিরুল ইসলাম মবিন পেয়েছেন ২৭ হাজার ৩০২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ সোহেল পেয়েছেন ২১ হাজার ৩২৮ ভোট। অপর প্রার্থী নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত জহিরুল ইসলাম নূরু ১৯ হাজার ২২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
২০১৫ সালের ২৯ নভেম্বর সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আয়ুব আলী মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল এক লাখ ৩১ হাজার ৪৬৯ জন। রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্য মতে, শতকরা ৫১ দশমিক ৯১ ভাগ ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন।
উল্লেখ্য, কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর নিয়ে গঠিত কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য হচ্ছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
এই সংক্রান্ত আরো সংবাদ
ইটনায় বজ্রপাতে রাখাল নিহত
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাঁসের খামারে কাজ করার সময় বজ্রপাতে রাখালবিস্তারিত পড়ুন
পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলল ২৭ বস্তা টাকা
কিশোরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স থেকে ২৭বিস্তারিত পড়ুন
ট্রেনের টিকেটে অতিরিক্ত মূল্য, বুকিং সহকারীকে অব্যাহতি
কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনের টিকেটে অতিরিক্ত টাকাবিস্তারিত পড়ুন