সৌদিতে না দিলেও পোপের সামনে স্কার্ফ মাথায় মেলানিয়া
পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে গত বুধবার রোম যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। পোপের সঙ্গে দেখা করতে গেলে নারীদের মানতে হয় কিছু ধর্মীয় রীতি-রেওয়াজ। প্রথা অনুযায়ী, মেলানিয়া পরলেন লম্বা হাতার কালো জামা, কাপড় দিয়ে ঢাকলেন মাথা। ট্রাম্পকন্যা ইভাঙ্কাও অনুসরণ করলেন মাকে।
এদিকে, এ ঘটনাকে ঘিরে গুঞ্জন উঠেছে বিশ্ববাসীর মধ্যে। কারণ, চলতি সফরেই ট্রাম্প দম্পতি যান সৌদি আরব। মুসলিম দেশটিতে ধর্মীয় রীতি অনুযায়ী নারীদের ঢেকে রাখতে হয় মাথা। কিন্তু মেলানিয়া বা তাঁর কন্যা ইভাঙ্কা কেউই তা অনুসরণ করেননি।
পোপের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্মীয় রীতি মানলেও সৌদি আরবে গিয়ে মানলেন না কেন—এমন আলোচনা-সমালোচনার মধ্যে মেলানিয়ার সপক্ষে যুক্তি দেখালেন তাঁরই মুখপাত্র স্টিফেনি গ্রিশাম। তিনি বলেন, পোপের সঙ্গে দেখা করার জন্য যা যা নিয়ম আছে, সবই পালন করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি। কিন্তু সৌদি আরবের পক্ষ থেকে এমন কোনো নিয়মের কথা জানানো হয়নি।
এদিকে, রোম সফরের আগে ইসরায়েলে যায় ট্রাম্প পরিবার। সেখানে গিয়ে প্রার্থনা করেন ইভাঙ্কা। সে সময় নিয়মানুযায়ী মাথায় একটি ছোট টুপি পরেছিলেন তিনি। এ ছাড়া ডোনাল্ড ট্রাম্পকেও মাথায় টুপি পরতে দেখা যায়।
২০১৫ সালে পোপের সঙ্গে দেখা করেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। সে সময় তিনি একটি নীল জামা ও মাথায় একটি বড় টুপি পরেছিলেন। মুসলিম দেশ ইন্দোনেশিয়া সফরেও গিয়েছিলেন মিশেল। সেখানে গিয়ে দেশটির রীতি অনুযায়ী মাথায় স্কার্ফ পরেছিলেন তিনি। এ ছাড়া পাকিস্তান সফরে গিয়ে মাথা ঢেকেছিলেন তৎকালীন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। তবে দুজনের কেউই সৌদি আরবে গিয়ে রীতিটি অনুসরণ করেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন