সৌদি আরবে ‘নিঃশর্ত সমর্থন’ দেবে পাকিস্তান

সৌদি আরবকে ‘নিঃশর্ত সমর্থনের’ আশ্বাস দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন আজ (শুক্রবার) এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ড. আদেল আজ-জুবায়ের’এর সংক্ষিপ্ত ইসলামাবাদ সফরের সময় এ আশ্বাস দেয় পাকিস্তান সরকার।
এ সময়ে সৌদি সরকারের প্রতি সমর্থন পুনরায় ঘোষণা করে পাকিস্তান। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সৌদি আরবের যখন নানামুখী উত্তেজনা চলছে এবং গত মাসে সৌদি আরব ঘোষিত সামরিক জোট গঠনের প্রেক্ষাপটে এ সমর্থন ঘোষণা করা হয়।
ড. আদেলকে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, সৌদি আরবের ভৌখলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো হুমকির বিরুদ্ধে সৌদি জনগণের সঙ্গে পাকিস্তানী জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবেলা করবে। নওয়াজ এ সময়ে সৌদি আরবের প্রতি পাকিস্তানের ‘নিঃশর্ত সমর্থনের’ আশ্বাসও দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন