সৌদি মেয়েদের বিয়ে করলেও প্রবাসীরা ৩টি সুবিধা কখনোই পায় না..!!
সৌদি আরবের পিাত্রীদের একসময় শুধুমাত্র সৌদি নাগরিক ছাড়া ভিন্ন কারো বিয়ে করার অনুমতি ছিলো না। তবে অনেক সৌদি যুবক বাইরের দেশ থেকে বিদেশীনি মেয়েদের বিয়ে করে দেশে এনে আইনানুযায়ী সেই বিয়েকে হালাল করতেন। কিন্তু সৌদি আরবে অবস্থানরত কোন প্রবাসী সৌদি মেয়েদের বিয়ে করার সুযোগ ছিলো না বললেই চলে।
তবে এখন সময় পাল্টেছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সৌদি আরবকেও তাল মিলিয়ে চলতে হয়। ধীরে ধীরে সৌদি মেয়েদেরকে যেকোন প্রবাসীর স্বামী হিসেবে গ্রহনের আইন চালু হয়। তারপরও প্রথম দিকে অনেক কড়াকড়ি থাকরেও এখন প্রবাসীদের ক্ষেত্রে সৌদি মেয়েদের বিয়েতে অনেকটা উদার সৌদি কতৃপক্ষ।
অনেক দিক বিবেচনা করে দেখা গেছে সৌদি মেয়েদের বিয়ে করলেও যেকোন প্রবাসী ৩ টি বিশেষ ক্ষতির সম্মুখ্নি হবেন। প্রথমত, প্রবাসীর সঙ্গে বিয়ে হলে স্বামী সাময়িকভাবে হয়তো সৌদি গ্রিন কার্ড। পাবেন। কিন্তু স্থায়ীভাবে কখনোই সৌদি নাগরিক হওয়া যাবে না। এমনকি তাদের ঘরে জন্ম নেয়া শিশুরাও সৌদি আরবের স্থায়ী নাগরিক হিসেবে বিবেচিত হবেন না।
দ্বিতীয়ত, বাংলাদেশে সাধারনত ছেলেপক্ষ মেয়ে পক্ষের কাছ থেকে কোন কিছু পাওয়ার আশা করে। যদিও তা আইুন পরিপন্থি। কিন্তু সৌদি আরবে কোন সৌদি মেয়েকে বিয়ে করলেই মেয়ে পক্ষকে নিদিষ্ট অংকের অর্থপ্রদান করতে হয়।সুতরাং নিদিষ্ট অংকের অর্থপরিশোধ না করতে পারলে আপনার বিয়ে করার স্বপ্ন না করাই ভালো্।
তৃতীয়ত, সাধারনত সৌদি নাগরিককে আরব আমিরাতসহ পাশ্ববর্তী রাষ্ট্রে ভ্রমনে তেমন বেগ পেতে হয় না। কিন্তু আপনি যদি সৌদি আরবে বিয়ে করে গ্রীন কার্ডধারী হন, আপনাকে সেই সুবিধা দেবে না ইমিগ্রেশনে। শুধুমাত্র জন্মসূত্রে সৌদি নাগরিক হলেই কেবল এই সুবিধা পাওয়া যাবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
পৃথিবীর সব প্রাণী ধ্বংস হবে কবে, জানালেন বিজ্ঞানীরা
পৃথিবীতে কোনো প্রাণী বা প্রজাতিই স্থায়ী নয়। একদিন না একদিনবিস্তারিত পড়ুন
এটিএম থেকে টাকার পরিবর্তে কী বের হচ্ছে?
এটিএম বুথের মেশিন থেকে টাকাই তো বের হওয়ার কথা। কিন্তুবিস্তারিত পড়ুন
৩৩ বছরে ছুটি নিয়েছেন মাত্র একদিন
১৯৪০-এ ভিক্টোরিয়া হাসপাতালে নার্সিংয়ে হাতেখড়ি। দু’টি বিশ্বযুদ্ধ, ২৪ বার প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন