সৌরভ গাঙ্গুলীকে হুমকির ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠির দেওয়ার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৯ জানুয়ারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অজ্ঞাত ব্যক্তি এই হুমকি চিঠি পাঠিয়েছিল সৌরভের বাড়িতে।
এরপরেই সিএবি প্রেসিডেন্ট পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ৪ দিনের মধ্যেই শুক্রবার মেদিনীপুর থেকে গ্রেপ্তার করা হয় নির্মাল্য সামন্ত নামে এক ব্যক্তিকে।
সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করেই হুমকি চিঠি পাঠানো হয়েছিল। মেদিনীপুরে আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে যাওয়ার কথা ছিল সৌরভের। এই অনুষ্ঠানে আসলেই দেশের সাবেক অধিনায়কের মারাত্মক ক্ষতি হতে পারে বলেই হুমকি দেওয়া হয়েছিল। পুলিশের অনুমান সৌরভের হুমকি চিঠি গ্রেপ্তারকৃত যুবকেরই লেখা। মেদিনীপুর পুলিশ ঘটনার যথাযথ তদন্ত শুরু করেছে।
গত বৃহস্পতিবার সৌরভের সেই অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। কিন্তু এই ঘটনার পর সেটা পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে। মনে করা হচ্ছে সৌরভের এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক কারণও থাকতে পারে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন