স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় হবিগঞ্জে সংঘর্ষ : পুলিশসহ আহত অন্তত ৩০
মোযযাম্মিল মাছুমী, হবিগঞ্জ :
হবিগঞ্জ শহরের শায়েস্তানগর জে.কে এন্ড এইচ.কে স্কুলের ছাত্রী উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশসহ প্রায় ৩০ আহত হয়ছে। বুধবার সকাল ১০ টার দিকে শায়েস্তানগর ও মোহনপুর এলাকাবাসী এ সংঘর্ষে জড়িয়ে পরে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মোহনপুর এলাকার ইদু মিয়ার পুত্র নুরুল হক শায়েস্তানগরের জে.কে এন্ড এইচ.কে হাইস্কুলের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ নিয়ে সকালে শায়েস্তানগর ও মোহনপুর এলাকার দুই যুবকের মধ্যে কথা কাটকাটি হয়। এক পর্যায়ে তারা ঝগরায় লিপ্ত হয়। তাদের এ ঝগরার খবর পেয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এক ভয়ানক সংঘর্ষে লিপ্ত হয় । সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি যানবাহন ও দোকানপাট ভাঙচুর করা হয়।পরিস্থিতি ভয়ংকর রুপ ধারণ করলে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়ককের যান চলাচল বন্ধ হয়ে যায়। তখন ইটপাটকেল ছুড়ে ১৫টি টমটম ভাংচুর করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ মডের থানার একদল পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে ব্যর্থ হলে প্রায় ৬৫ রাউন্ড রাবার বোলেট ও ৬রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এসময় দাঙ্গাবাজদের ইটপাটকেলের আঘাতে হবিগঞ্জ মডেল থানার ওসি মোম্মদ নাজিম উদিদন (৪৫), কনস্টেবল আলমগীর (২৮), পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মনছুর উদ্দিন আহমদ ইদু (২৮) সামছুদ্দিন (৫৫) ও রাজিব মিয়া (২৫) সহ ৩০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় প্রায় ২০ জনকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা ২ জনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালেও প্রেরণ করে। বিকেল প্রায় ৪টায় শহরের পরিস্থিতি স্বাবিক হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে সংবাদ সংগ্রহ পর্যন্ত হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাকসুদুর রহমান মনির সংবাদ মাধ্যমকে জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক অবস্থায় আছে। কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রিত করতে ওই এলাকায় আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে স্থানীয়রা জানায় আবারও সংঘর্ষ হতে পারে বলে এলাকায় থমেথমে অবস্থা বিরাজ করছে ।
এই সংক্রান্ত আরো সংবাদ
বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রেবিস্তারিত পড়ুন
হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
হবিগঞ্জের মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষেবিস্তারিত পড়ুন
‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে পিটিয়ে হত্যা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করাবিস্তারিত পড়ুন