স্কুল বন্ধ রেখে আ.লীগ নেতার নির্বাচনী ভোজ!
বগুড়া: কাহালুতে স্কুল বন্ধ রেখে নির্বাচনী ভোজের আয়োজন করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাহালু পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ।
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নিয়ে মতবিনিময়ের জন্য বৃহস্পতিবার এ ভোজের আয়োজন করা হয়েছে।
এলাকাবাসী জানান, আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার কাহালু পাইলট হাইস্কুল মাঠে নির্বাচনী মতবিনিময় ও ভোজের আয়োজন করেন পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ। উপজেলা প্রশাসন, পুলিশ, সাংবাদিক, শিক্ষকসহ সর্বস্তরের প্রতিনিধিকে এই ভোজে আমন্ত্রণ জানানো হয়। বেলা ১২টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত আমন্ত্রিতদের খাওয়া দাওয়া চলে।
নির্বাচনী এই ভোজে পৌরসভার প্রায় ১০ হাজার মানুষকে আমন্ত্রণ জানালেও ৫-৬ হাজার মানুষ অংশ নেয়। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ সদস্যরাও ভোজে শরীক হন। তবে আমন্ত্রণ পেয়েও উপজেলা প্রশাসনের কোনো কর্মকর্তা ভোজে অংশ নেননি।
আয়োজকরা জানান, ভোটারদের এক বেলা পেট ভরে খাওয়ানোর জন্য চারটি গরু এবং ছয়টি ছাগল জবাই করা হয়। রান্না করা হয় ৮০ মণ চাল।
এদিকে, নির্বাচনী ভোজের কারণে কাহালু হাইস্কুল বন্ধ রাখা হয়েছে। একজন রাজনীতিবিদের ভোজসভার জন্য স্কুল বন্ধ রাখায় সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
তবে প্রধান শিক্ষক এফ এম ছালাম জানান, ভোজের জন্য নয়, শুক্রবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং জেএসসি পরীক্ষার সিট বসানোর জন্য স্কুলের পাঠদান বন্ধ রাখা হয়েছে।
এ ব্যাপারে পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
বগুড়ার ৩টি উপজেলায় নির্বাচন; ১৫৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাত পোহালেই বগুড়ার তিন উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা ও গাবতলীতে ৬ষ্ঠবিস্তারিত পড়ুন
বিএনপি নেতাকর্মীরা বগুড়ায় আ.লীগ নেতার নির্বাচনী প্রচারণায়
বর্তমানে চলছে উপজেলা নির্বাচন। জাতীয় নির্বাচনের মত এই উপজেলা বির্নাচনেওবিস্তারিত পড়ুন
বিএনপি সভাপতি কারাগারে, শনিবার বগুড়ায় অর্ধ দিবস হরতাল
সরকারের বিভিন্ন সময়ে দায়ের করা মামলায় বগুড়া জেলা বিএনপি সভাপতিবিস্তারিত পড়ুন